TRENDING:

Presidency University Saraswati Puja: পুজো হবে? ৮৯% পক্ষে, ১১% বিপক্ষে! সরস্বতী আরাধনার অপেক্ষায় প্রেসিডেন্সি

Last Updated:

Presidency University Saraswati Puja: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করতে চায় তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হবে কি না তা নিয়ে বিগত ৩৬ ঘণ্টা ধরে নানা আলোচনা উঠে আসছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের তরফে তা নিয়ে এদিন ট্যুইটারে ভোট অবধি করা হয়। তার পরিপ্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের বক্তব্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাগদেবীর আরাধনা হবে। তাঁদের বক্তব্য, ভোটের ফলে ৮৯% পুজোর পক্ষে। ১১% না অপশনে ভোট দিয়েছেন।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
advertisement

যদিও এই ভোটের ফলাফল হয়েছে মাত্র ৭৫ জনের ভোটের ওপরেই।

যদিও এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, "প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পুজোর জন্য জোরাজুরির বিষয় নেই। পুজো করতে চেয়েছে ওরা। তবে যারা বলছেন ওখানে হয় না। তাদেরকেও সম্মান দিয়েছি। এই নিয়ে জোরাজুরির বিষয় নেই।" যদিও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রেসিডেন্সি ইউনিটের দাবি ছিল, "শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, দেবী সরস্বতীর আরাধনা হবে এর মধ্যে নেতিবাচক কোনও মতামত থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা সম্ভব নয়, এমনই জানিয়েছেন আমাদের ডিন অফ স্টুডেন্টস।''

advertisement

আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর, উত্তরবঙ্গ পৌঁছতে বিশেষ ট্রেন চালু! জানুন বিশদে

তাঁর আঅরও দাবি, ''অথারিটি স্পষ্টভাবে যে পয়েন্টটি তুলে ধরেছেন- প্রেসিডেন্সি সেক্যুলার ক্যাম্পাস। অথারিটি হয়ত সেক্যুলার শব্দের সঠিক সাংবিধানিক অর্থ জানেন না। সংবিধানে বলা আছে Secularism is a positive concept, সেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজেদের মতো আচার- অনুষ্ঠান-উৎসব পালন করতে পারবে। সেক্যুলারিজম একটি সদর্থক ভাবনা। সেখানে কোথাও বলা নেই কোনও মানুষ তার নিজস্ব ধর্মীয় আচরণ পালন করতে পারবে না। আমাদের প্রশ্ন অথারিটির কাছে তারা কি সেক্যুলার ক্যাম্পাসের ধোঁয়াশার আড়ালে বাম সংঠনের চাপে নতিস্বীকার করেছেন? কারণ এরকম উদাহরণ ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যেখানে সুভাষ চক্রবর্তী মহাপীঠ তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন বলে তাঁকে সিপিএম দল থেকে বহিষ্কার করা হয়েছিল। অথারিটি কখনও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবিরুদ্ধ আচরণ করতে পারেন না৷ আমরা মনে করি অথারিটি হয়তো চানও না। দীর্ঘ ২০৬ বছরের ইতিহাসে বাম একনায়কতন্ত্রের অত্যাচারকে আসলে অথারিটি ভয় পাচ্ছে।''

advertisement

আরও পড়ুন: শাড়িতে ফুটে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সব নজর এখন বীরেন কুমার বসাকের তাঁতে

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত বারাসাত গড়ার শপথ! সাফাই কর্মীদের সঙ্গে রাস্তায় নামলেন পৌরপ্রধান
আরও দেখুন

তিনি আরও বলেন, ''এরকম ভয় আমার বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী অযথা পায়। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ওদের দিন চলে গেছে, আর ফিরবে না, নিজেরা ঘুরে দাঁড়াও, সত্যের জন্য দাঁড়াও। অকারণে ওদের অযৌক্তিক মানসিকতাকে, কাজকে সমর্থন করা বন্ধ করো। তোমরা পালটা প্রশ্ন করো দেখবে উত্তর দিতে পারবে না ওরা, মুখ বন্ধ। শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো কেউ আটকাতে পারবে না। অথারিটিকে অসংখ্য চিঠি, মেইল করা হয়েছে, রিপ্লাই হিসেবে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানবিরুদ্ধ আচরণ পেয়েছি আমরা। প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো বহু প্রাক্তনীরাও চায়, কিন্তু ওই যে মুখ ফুটে কেউ বলতে সাহস পায় না। তাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে আমরা, প্রেসিডেন্সির সাধারণ ছাত্রছাত্রীরা, জোর গলায় বলছি PUTMCP সরস্বতী পুজো করে দেখাবে। যেহেতু ছাত্রসংসদ এই পদক্ষেপ নিতে অক্ষম সাধারণ ছাত্রছাত্রীর কথা ভেবে তাই PUTMCP এই শুভ উদ্যোগে হাত লাগাল। শুভ সূচনায় সকলকে আমরা পাশে চাই। প্রেসিডেন্সির ভাইবোনেদের, পশ্চিমবঙ্গের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ভাইবোনেদের। প্রত্যেকের কাছে আমাদের প্রশ্ন- শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো করা কি অপরাধ? বামপন্থার অবিবেচক, অযৌক্তিক, অত্যাচারী মানসিকতাকে যদি এখনও প্রশ্রয় দাও তাহলে বুমেরাং হয়ে তোমার দিকে ফিরে আসতে বেশি সময় লাগবে না। অথারিটিকেও একই কথা বলছি। যত আমাদের বাধা দেওয়া হবে তত আমরা লক্ষের দিকে এগবো।"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Presidency University Saraswati Puja: পুজো হবে? ৮৯% পক্ষে, ১১% বিপক্ষে! সরস্বতী আরাধনার অপেক্ষায় প্রেসিডেন্সি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল