ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদের নির্বাচনে ৫৮ আসনে এগিয়ে এসএফআই ৷ ৫০টি আসনে এগিয়ে আইসি ৷ শুধু সিআর পদেই নয়, সেন্ট্রাল প্যানেলের সভাপতি, সহ সভাপতি, জিএস, সব পদেই এগিয়ে রয়েছেন এসএফআই ৷ অন্য দিকে এসজিএ ২টি, বিজেপি সমর্থিত ২ প্রার্থী, ডিএসও ১টি, এবং এআইএসএ ১টি এগিয়ে রয়েছে।
ইতিমধ্যেই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন ২৯ জন। ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর)-এর আসন ১১৬টি। কিন্তু সেখানেই ২৯ জনের বিরুদ্ধে কেউ লড়ছেন না। বাকি সিআর আসন এবং পাঁচটি বিশেষ পদের জন্য এদিন ভোট নেওয়া হয় ৷ সরকারের নতুন আইন অনুযায়ী প্রেসিডেন্সিতে ভোট হচ্ছে না। প্রেসিডেন্সি কতৃর্পক্ষ জানিয়েছেন, নির্বাচনের নিয়ম হবে ২০১৩-র মতোই। ক্লাসে ৭৫ শতাংশ হাজিরা না থাকলে কাউকেই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 8:00 PM IST