তৃতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে দ্বিতীয় বর্ষের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। প্রথম অভিযোগটি দেড় বছর এবং দ্বিতীয়টি দশমাস আগের। অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবিতে বুধবার বিকেলে অবস্থান বিক্ষোভে বসেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। কর্তৃপক্ষ তাদের হঠাতে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা।
আন্দোলনকারীদের দাবি, ডিনকে লিখিত অভিযোগ জানানোর পরও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি তিনি। দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারও।
advertisement
দুই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তৈরি হয়েছে তদন্ত কমিটি। যদিও আন্দোলনকারীদের দাবি, তদন্ত চলাকালীন অভিযুক্তের ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে।
তদন্তে ঢিলেমির অভিযোগ তুলে বুধবার বিকেলে ডিন ও রেজিস্ট্রারের ঘরের সামনে বিক্ষোভে বসেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। তখন অবশ্য নিজেদের ঘরে ছিলেন না তাঁরা। পরে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরোতে গেলে তাঁকে ঘেরাও করে গেটের ভিতরেই আটকে দেন আন্দোলনকারীরা। এরপর দু’পক্ষ বৈঠকে বসলেও সমাধানসূত্র মেলেনি ৷