সমাগমের বিভিন্ন প্রান্তে ড্রপবক্স থাকবে বঞ্চিতদের জন্য, সাধারণ মানুষ এবং কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে ‘বঞ্চিত’ বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগপত্র ফেলতে পারবেন সেই ‘ড্রপবক্স’- এ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা হবে সভার শুরুতে।
আরও পড়ুন-এ রাজ্যে বাড়বে রাতের তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই
এরপরে একে একে বক্তব্য রাখবেন বিজেপির একাধিক নেতা। তবে অমিত শাহ মঞ্চে আসার পর বিজেপি নেতাদের মধ্যে মাত্র দু’জন বক্তব্য রাখবেন। তাঁরা হলেন, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। মঞ্চের প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের অন্যান্য নেতারা। ত্রিস্তরীয় মঞ্চে অমিত শাহর ডান ও বাম হাতে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য বলে বিজেপি সূত্রের খবর। লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে।