দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এনডিএ এবং ইন্ডিয়া জোটকেও বড় চ্যালেঞ্জ ছুড়েছেন। প্রশান্ত কিশোর বলেন, ”আমরা আগামী ২ অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি, বিহারের মানুষ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে। এবার জন সুরজকেই বিহারে জয়ী করবে জনগণ।”
আরও পড়ুন: সর্বনাশ! উল্টো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র! এবার কী হবে? বিজ্ঞানীরা জানালেন ভয়ঙ্কর কথা
advertisement
প্রশান্ত কিশোরের কথায়, ”কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছেন, জন সুরজ কার ভোট কাটবে, এনডিএ নাকি ইন্ডিয়া, আমরা তাঁদের জানিয়ে দিচ্ছি, জন সুরজ এনডিএ এবং ইন্ডিয়াকে বিহার থেকে মুছে ফেলবে। কারণ জন সুরজ সম্পূর্ণভাবে বিহারের মানুষের সঙ্গে রয়েছে এবং মানুষও আমাদের সঙ্গে রয়েছে।”
পিকে-র দাবি, বিহারের সব জেলায় একটানা ঘুরে মানুষের সঙ্গে দেখা করার পর এবং বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুভব করতে শুরু করেছেন, বিহারের মানুষ পরিবর্তন চান। তাঁর কথায়, জনগণের আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে তিনি বিহারে একটি নতুন বিকল্প দিতে চান। আর সেই সূত্রেই তিনি একটি নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন।
প্রশান্ত কিশোর বলেন, বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ নতুন বিকল্প খুঁজছেন, কারণ মানুষ লালু-নীতীশ এবং বিজেপির উপর ক্ষুব্ধ। জন সুরজের নেতা হিসেবে প্রশান্ত কিশোর গত দেড় বছর ধরে বিহারে পদযাত্রা করেছেন। তাঁর কথায়, ”বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ চায় একটি নতুন দল গঠন করা হোক। জনগণ চায় বিহারে যদি উন্নতি করতে হয়, তবে রাজ্যে একটি নতুন দল বা একটি নতুন বিকল্প গঠন করা উচিত, কারণ মানুষ গত ৩০ বছর ধরে লালু, নীতীশ এবং বিজেপির উপর বেজায় বিরক্ত।”