আরও পড়ুন: মুছে গেল অভিমান, ফের তৃণমূলে ফিরছেন শোভন? 'দিদি'র সঙ্গে সাক্ষাতেই সব স্পষ্ট
১৭ জুন 'আয় খুকু আয়' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। প্রসেনজিৎ অভিনীত এই ছবিকে শুভেচ্ছাবার্তা, ভালবাসা, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। বৃদ্ধা রানিমা দিতিপ্রিয়া এ বার 'খুকু' হিসেবেও মানুষের স্নেহ ভালবাসা কুড়োলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম বার পর্দায় দিতিপ্রিয়া। বাবা-মেয়ের গল্প মন জয় করেছে সকলের। এবার হয়তো আরও এক চমকের অপেক্ষা৷
advertisement
আরও পড়ুন: ইডির সামনে ৫৫ ঘণ্টার জেরা, জনসমক্ষে এসেই চমকে দিলেন রাহুল গান্ধি! দিলেন বড় চ্যালেঞ্জ
এই ছবিতে একসঙ্গে কাজ করেছেন জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে একসঙ্গে অভিনয় নয়। জিতের প্রযোজিত ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ। একজন জনপ্রিয় নায়ক ইন্ডাস্ট্রির সবচেয়ে সিনিয়র অভিনেতার জন্য ভাল গল্প খুঁজে ছবি বানাচ্ছেন, তা সচরাচর দেখা যায় না। ছবিটি পরিচালনা সৌভিক কুণ্ডুর। বাবা মেয়ের সম্পর্কের নানা দিক ঘিরেই ছবির গল্প। আবেগ ও ড্রামা দুটোর মিশেল রয়েছে গল্পে। এবার হয়তো আরও এক চমকের অপেক্ষা৷