মগরাহাটের ১ নং ব্লকের উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতে ২০১৩-২৩ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারচুপির অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রধান বাড়ি বানানোর টাকার অপব্যবহার করেছেন বলে অভিযোগে সানোয়ার হোসেন লস্কর নামে স্থানীয় ব্যাক্তি জনস্বার্থ মামলা করেন হাইকোর্টে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে নয়-ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ৫ মিনিটে ‘নিষ্ক্রিয়’ করে বিষধর সাপের বিষ…! বলুন তো কোন ‘গাছ’? চমকে দেবে নাম!
advertisement
মামলাকারীর তরফে আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে জানান, নিয়ম অনুয়ায়ী আবাস যোজনার অর্থ ব্যায়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাঁর ছবি-সহ ওই বাড়ির ছবি দিতে হয়। নথি অনুযায়ী দেখা যায় জাহানারা বিবির বয়স ৭২ বছর। অথচ সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ের ছবি। আর তাতেই স্পষ্ট প্রকল্প নিয়ে স্বজন পোষণের। এমনটাই অভিযোগ তোলা হয়েছে।
এখানেই শেষ নয়, ওয়েবসাইটের দেওয়া তথ্যে আরও দেখা যাচ্ছে সেরিনা বিবি নামের এক মহিলার নামে ২৯টি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে। মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে তদন্ত করে ৬ সপ্তাহ পরে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।