TRENDING:

সিইএসসিকে দিতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা! জরুরি বৈঠকে নির্দেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের

Last Updated:

Aroop Biswas: অত্যাধিক গরমের ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই সকল বিষয় নিয়েই শুক্রবার জরুরি বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রচন্ড গরম পড়তেই এসি-কুলার-ফ্রিজ-ফ্যানের ব্যবহার আগের তকুলনায় এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। যার ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই সকল বিষয় নিয়েই শুক্রবার জরুরি বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
advertisement

বিদ্যুৎ উন্নয়ন ভবনে আয়োজিত মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসু ও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী পি বি সেলিম। এছাড়াও ছিলেন সিইএসসি আধিকারিকরা। বৈঠকে একাধিক গুরুত্বপূ্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে সিইএসসি কর্তৃপক্ষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একই সঙ্গে কোথাও যদি যান্ত্রিক গোলযোগ হয় সঙ্গে সঙ্গে তা গ্রাহকদের SMS-এর মাধ্যমে জানানো ও যান্ত্রিক গোলযোগ মেরামতের সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার নির্দেশ দেন মাননীয় মন্ত্রী। একই সঙ্গে মোবাইল রিপেয়ারিং ভ্যান ও লোকসংখ্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিইএসসি কর্তৃপক্ষকে

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সিইএসসিকে দিতে হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা! জরুরি বৈঠকে নির্দেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল