TRENDING:

ISL 2016: ‘‘নিজে গোল পেয়েছি, টিম জিতেছে, আমি খুশি ’’: পস্তিগা

Last Updated:

তিনি ফুরিয়ে যাননি। তাঁকে আবার মার্কি বানিয়ে ভুল করেনি টিম। শুক্রবার গুয়াহাটিতে এ কথাই যেন প্রমাণ করে দিলেন আটলেটিকো দি কলকাতার হেল্ডার পস্তিগা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি : গত বছর মাত্র একটা ম্যাচ খেলেই চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ৷ এবছর শুরুতেই ফের চোট পেয়ে আবার গত বছরেরই স্মৃতি উসকে দিয়েছিলেন ৷ কিন্তু এবার চার ম্যাচের বেশি বসতে হল না তাঁকে ৷ মাঠে নেমেই বল পায়ে জাদু দেখালেন অ্যাটলেটিকো দি কলকাতার মার্কি ফুটবলার হেল্ডার পস্তিগা ৷
advertisement

প্রথমার্ধে মাঠে ছিলেন না তিনি ৷ দলও এক গোলে পিছিয়ে পড়েছিল ৷ গুয়াহাটির স্টেডিয়ামে হাজার হাজার নর্থ-ইস্ট সমর্থকরা তখন নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাচ্ছেন ৷ যেন সিংহের ডেরায় ঢুকে পড়েছে এটিকের ফুটবলাররা ৷ সেখান থেকে পালাবার কোনও পথ নেই ৷ কিন্তু পর্তুগীজ তারকা মাঠে নামতেই মূহূর্তের মধ্যে ম্যাচের ছবিটা গেল বদলে ৷ এবছরের প্রথম গোলটা করতে খুব বেশি সময় নিলেন না পস্তিগা ৷ দলকেও ফেরালেন সমতায় ৷ ওই যে একবার ম্যাচে ফিরল এটিকে ৷ আর ফিরে তাকাতে হয়নি মলিনা ব্রিগেডকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ম্যাচের পর মিক্সড জোনে দাঁড়িয়ে বলে গেলেন, ‘‘সেকেন্ড হাফে কোচ কিছু স্ট্র্যাটেজি বদলেছিলেন। সে জন্যই আমরা সাফল্য পেয়েছি। আর নিজে গোল পেয়েছি, টিম জিতেছে, খুশি তো হবই। এই তিন পয়েন্টটা আমাদের ভীষণ দরকার ছিল।গত বছর চোটের জন্য টিমকে কোনও সাহায্য করতে পারিনি।  এ বছরও শুরুতে চোট পেয়ে চার ম্যাচ খেলতে পারিনি। সে জন্য এই গোলটা পেয়ে খুব ভাল লাগছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL 2016: ‘‘নিজে গোল পেয়েছি, টিম জিতেছে, আমি খুশি ’’: পস্তিগা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল