প্রথমার্ধে মাঠে ছিলেন না তিনি ৷ দলও এক গোলে পিছিয়ে পড়েছিল ৷ গুয়াহাটির স্টেডিয়ামে হাজার হাজার নর্থ-ইস্ট সমর্থকরা তখন নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাচ্ছেন ৷ যেন সিংহের ডেরায় ঢুকে পড়েছে এটিকের ফুটবলাররা ৷ সেখান থেকে পালাবার কোনও পথ নেই ৷ কিন্তু পর্তুগীজ তারকা মাঠে নামতেই মূহূর্তের মধ্যে ম্যাচের ছবিটা গেল বদলে ৷ এবছরের প্রথম গোলটা করতে খুব বেশি সময় নিলেন না পস্তিগা ৷ দলকেও ফেরালেন সমতায় ৷ ওই যে একবার ম্যাচে ফিরল এটিকে ৷ আর ফিরে তাকাতে হয়নি মলিনা ব্রিগেডকে ৷
advertisement
ম্যাচের পর মিক্সড জোনে দাঁড়িয়ে বলে গেলেন, ‘‘সেকেন্ড হাফে কোচ কিছু স্ট্র্যাটেজি বদলেছিলেন। সে জন্যই আমরা সাফল্য পেয়েছি। আর নিজে গোল পেয়েছি, টিম জিতেছে, খুশি তো হবই। এই তিন পয়েন্টটা আমাদের ভীষণ দরকার ছিল।গত বছর চোটের জন্য টিমকে কোনও সাহায্য করতে পারিনি। এ বছরও শুরুতে চোট পেয়ে চার ম্যাচ খেলতে পারিনি। সে জন্য এই গোলটা পেয়ে খুব ভাল লাগছে।’’