২০২১ সালের ৫ মে ফোগাল মান্ডির দাদা খুন হন ঝাড়গ্রামের জামবনি থানা এলাকায়। অভিযোগকারী ফোগাল মান্ডি সিবিআই আধিকারিকদের জানান, ওই দিন তিনি সন্ধ্যে সাত'টা নাগাদ জানতে পারেন তাঁর দাদা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন ঝাড়গ্রামের মহাচক এলাকায়।দুষ্কৃতীরা তাঁর মাথায় আঘাত করেন। বেধড়ক মারধরের জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন। তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। সেই ঘটনায় জামবনি থানায় লিখিত অভিযোগ করেন ৭ মে। সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। কারণ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা (খুন, ধর্ষণ) হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে।
advertisement
আরও পড়ুন: প্রধান শিক্ষিকার 'কীর্তি', ৩৭০ টাকা করে স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি!
উল্লেখ্য, এর আগে কাঁকুড়গাছি অভিজিৎ সরকার খুনের ঘটনায় মোট ১২ পলাতক অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় এবং অভিযুক্তদের ধরার জন্য মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয় সিবিআইয়ের তরফে।এরপর দত্তপুকুরে হাসানুর জামানকে হত্যার ঘটনায় মোট ৬ পলাতক অভিযুক্তকে ধরার জন্য মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয় সিবিআইয়ের তরফে। পাশাপাশি জগদ্দলে আকাশ যাদবকে খুনের ঘটনায় পলাতক তিন অভিযুক্তকে ধরার জন্য মাথা প্রতি পঞ্চাশ হাজার টাকা ধার্য করে সিবিআই।
আরও পড়ুন: গুলমার্গে খুলল বরফে ঢাকা পৃথিবীর বৃহত্তম ইগলু ক্যাফে, চোখ ধাঁধানো অন্দরসজ্জা দেখুন ছবিতে...
বীরভূমের নলহাটিতে মনোজ জয়সওয়াল খুনে দুই পলাতক অভিযুক্ত ও শীতলকুচিতে মানিক মৈত্র খুনের ঘটনায় দুই পলাতক অভিযুক্তকে ধরার জন্য মাথা প্রতি পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করে সিবিআই। এরপর জগদ্দলে শোভারানী মণ্ডল নামে বৃদ্ধা খুনের ঘটনায় পলাতক দুই অভিযুক্তকে ধরতে পারলে মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে সিবিআই। সব মিলিয়ে বলা যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এ বার পলাতক অভিযুক্তদের ধরার জন্য কোমর বেঁধে নেমেছে সিবিআই।
ARPITA HAZRA