ঘটনা এই শহরের ৷ সৌভিক দত্ত নামে এক যুবকের সঙ্গে এই ঘটনা ঘটে ৷ জনপ্রিয় অ্যাপ জোম্যাটোতে তিনি খাবার অর্ডার করেন ৷ কখনও খাবার এসে পৌছবে বা কে আনছে খাবার, সেটা দেখতে গিয়েই তার নজরে আসে মিরজের নাম ৷ সেদিনের ডেলিভরি বয় ছিলেন মিরাজ, যিনি স্নাতকোত্তর ৷ এতেই চমকে যান সৌভিক ৷ তিনি নিজে স্নাকত এমনই জানিয়েছেন সৌভিক ৷ এরপরই তিনি লেখেন যে দেশ তথা রাজ্যের কী হাল ৷ শিক্ষার আর কোন মানই থাকল না, এমনই লিখেছেন সৌভিক ৷ কোন কাজই ছোট নয়, কিন্তু যিনি বা যারা উচ্চশিক্ষায় নিজেদের নিযুক্ত করে, তাদের উদ্দেশ্য নিঃসন্দেহে অন্য থাকে ৷
advertisement
আরও পড়ুন swiggy-এর খাবারে রক্তমাখা ব্যান্ডেজ !
সৌভিক জানিয়েছেন যে মিরাজ তার বাড়িতে সময়মতো খাবার পৌঁছে দেন এবং অনুরোধ করেন তার সঠিক মূল্যায়ন করতে ৷ গোটা ঘটনায় বেশ হতাশ সৌভিক প্রশ্ন তুলেছেন যে চাকরির বাজার এতটাই খারাপ ? এভাবে একজন স্নাতক, স্নাতকোত্তর এক ব্যক্তিকে মূল্যায়ন করবে ? সৌভিকের এই পোস্টকে লাইক ও শেয়ার করে সমর্থন জানিয়েছেন বহু মানুষ ৷ তার পোস্টটি এখন ভাইরাল ৷