TRENDING:

মেধাতালিকার বাইরে কলকাতা, চিন্তিত শিক্ষাদফতর, বৈঠকে শিক্ষামন্ত্রী

Last Updated:

মেধাতালিকার বাইরে কলকাতা, চিন্তিত শিক্ষাদফতর, বৈঠকে শিক্ষামন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাধ্যমিকের পুনরাবৃতি উচ্চমাধ্যমিকেও ৷ মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় কলকাতাকে টেক্কা জেলার। দেশের অন্যতম সেরা শহর, মেট্রো সিটি কলকাতায় একের পর এক নামীদামী স্কুল রয়েছে ৷ সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পেয়েও কেনও কলকাতার পড়ুয়ারা পিছিয়ে পড়ছে এই নিয়ে চিন্তিত শিক্ষা দফতর ৷ শহরের শিক্ষার মান নিয়ে আলোচনার জন্য কলকাতার স্কুলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement

উচ্চমাধ্যমিকেও মেধার টক্করে সেরা হুগলি। মেধার টক্করে পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা । প্রথম তিনে জায়গা করে নিয়েছে হুগলির পরীক্ষার্থীরা। পাঁচশোর মধ্যে ৪৯৬ পেয়ে প্রথম হুগলি জেলার কলেজিয়েট স্কুলের ছাত্র অর্চিষ্মান পানিগ্রাহি ।

এর আগে শনিবার প্রকাশিত মাধ্যমিকের ফলেও দেখা গিয়েছে একই চিত্র ৷ মাধ্যমিকে মেধাতালিকার ৬৮ জনের ১৬ জনই বাঁকুড়ার ৷ কলকাতা থেকে মেধাতালিকায় স্থান পেয়েছে মাত্র সাত জন ৷ এর মধ্যে মাধ্যমিকে পঞ্চম ও কলকাতায় সম্ভাব্য প্রথম অরিত্র কুমার মণ্ডল ৷ যাদবপুর বিদ্যাপীঠের ছাত্র সে ৷ যাদবপুর বিদ্যাপীঠ থেকেই সত্যম কর, সৌম্যজিৎ বসাক মেধাতালিকায় স্থান পেয়েছে ৷ কলকাতার পাইকপাড়ার মেয়ে ও স্বরসতী বালিকা বিদ্যালয় ও শিল্প শিক্ষা সদনের ছাত্রী মধুমন্তী দে ৷

advertisement

মাধ্যমিকে পাশের হারেও কলকাতাকে অনেক পিছনে ফেলে দিয়েছে জেলাগুলি। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি ৯৬.০৬% ৷ পাশের হারের নিরিখে প্রথম এই জেলা ৷ কলকাতায় পাসের হার ৮৮.৯৩% ৷ দঃ২৪ পরগনায় পাসের হার ৯০.৫৪% ৷ নদিয়ায় পাশের হার ৮২.৩০% ৷

শুধু এই বছরও বিগত পাঁচ-ছয় বছরের রেজাল্টের ছবিও কমবেশি একইরকম ৷ লাগাতার শহরের প্রথম সারির দেশজোড়া খ্যাতি সমৃদ্ধ স্কুলগুলির পড়ুয়াদের এই লাগাতার ব্যর্থতায় চিন্তিত রাজ্যের শিক্ষা দফতর ৷ মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই এব্যাপারে উদ্যোগ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ৷ সেদিন তিনি বলেন, ‘কলকাতা কেনও মাধ্যমিকে ভাল ফল করছে না তা এখানকার স্কুলগুলির খতিয়ে দেখা উচিত ৷ মেধা তো কখনও গ্রাম শহরের বিভেদ মানে না ৷ যার যোগ্যতা আছে সেই এগিয়ে যায় ৷’

advertisement

একইসঙ্গে কলকাতার অসফলতায় শিক্ষামন্ত্রীর গলায় ঝরে পড়ে ক্ষোভ, ‘কলকাতার পড়ুয়ারা বেশি ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় ৷ কলকাতার ছেলেরা পড়াশোনা করে না ৷ এত কলরব, জনরব, তার মধ্যে পড়ে কোথায়! গ্রামের ছেলেরা পড়াশোনা করে ৷ তাই তারা ভাল ফল করেছে ৷’ কলকাতার পড়ুয়াদের ব্যর্থতার অন্যতম কারণ সোশ্যাল মিডিয়া, মত শিক্ষামন্ত্রীর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে উচ্চমাধ্যমিকের রেজাল্টেও মহানগরের পড়ুয়াদের একই অবস্থা দেখে বিষয়ের গভীরে যেতে চায় শিক্ষা দফতর ৷ বছর কয়েক আগেও মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে কলকাতার স্কুলগুলির একাধিক পড়ুয়া স্থান গ্রহণ করত ৷ নাম থাকত হিন্দু স্কুল, হেয়ার স্কুল, স্কটিশ চার্চ স্কুল, বেথুন, নিবেদিতা গালর্স, হোলিচাইল্ড এবং বাগবাজার মাল্টিপারপাসের মতো শহরের প্রথম সারির স্কুলগুলির ৷ শীঘ্রই স্কুলগুলির সঙ্গে আলোচনায় বসতে চান শিক্ষামন্ত্রী ৷ হিন্দু ও হেয়ারের মতো প্রাচীন স্কুলগুলি কেন পিছিয়ে রয়েছে ? তা খতিয়ে দেখবে শিক্ষা দফতর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেধাতালিকার বাইরে কলকাতা, চিন্তিত শিক্ষাদফতর, বৈঠকে শিক্ষামন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল