অস্বস্তি বাড়ছে বিক্রমের।বৃহস্পতিবার আলিপুর আদালতে সোনিকা ও বিক্রমের চার ঘনিষ্ঠ বন্ধু সিরিন আসফাক, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, পৃথা গুহ, নাজিয়া পারভিন গোপন জবানবন্দি দেন ৷ ঘটনার দিন দুটি পার্টিতেই উপস্থিত ছিলেন এই চার জন ৷ সোনিকা ও বিক্রমের চার বন্ধুর গোপন জবানবন্দির প্রতিলিপি হাতে পেয়েই সিদ্ধান্ত বদল করতে চলেছে পুলিশ।
- এতদিন বিক্রমের বিরুদ্ধে ৩০৪ এ ধারায় মামলা
advertisement
- গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা চলছিল
- এই ধারাটি জামিনযোগ্য
বেপরোয়া গাড়ি চালানো-সহ আরও তিনটি ধারায় মামলা চলছিল। সবকটি ধারাই ছিল জামিনযোগ্য। তাই আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন বিক্রম। ইতিমধ্যেই অভিনেতার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর প্রাথমিক প্রমাণ হাতে এসেছে পুলিশের। এই অভিযোগটি জামিনঅযোগ্য। তাই বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করার সিদ্ধান্ত।
কেন বিক্রমের বিরুদ্ধে ৩০৪ ধারা?
- মঙ্গলবার আলিপুর আদালতে ধারা পরিবর্তনের আবেদন করতে পারে পুলিশ
- বিক্রমের জামিন খারিজের আবেদনও করা হতে পারে
অবশেষে কি গ্রেফতার হবেন বিক্রম? নাকচ হবে অভিনেতার জামিন? পুলিশের সিদ্ধান্তেই তা স্পষ্ট হবে।