TRENDING:

BJP Nabanna Abhijan: নবান্নের ধারেকাছে ঘেঁষবে না মিছিল, রাস্তায় হাজার হাজার পুলিশ! বিজেপি-র সামনে কঠিন চ্যালেঞ্জ

Last Updated:

শুধু জমায়েতের অনুমতি না দেওয়াই নয়, নবান্নের ধারেকাছে যাতে বিজেপি নেতা কর্মীরা ঘেঁষতে না পারেন, তার প্রস্তুতি সেরে ফেলেছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যত সময় এগিয়ে আসছে, বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে পুলিশের কড়াকড়ি আরও বাড়ছে৷ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে যে তিনটি মূল মিছিল নবান্নের দিকে এগিয়ে যাওয়ার কথা, সেগুলির জমায়েতের অনুমতিই দিল না পুলিশ৷
নবান্নের সামনে সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা৷
নবান্নের সামনে সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা৷
advertisement

বিজেপি-র পরিকল্পনা অনুযায়ী, হাওড়া ময়দান, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলেজ স্কয়্যার থেকে মিছিল নিয়ে নবান্নের দিকে এগনোর কথা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের৷ যদিও সেই হাওড়া ময়দান, সাঁতরাগাছি, কলেজ স্কয়্যার- কোনও জায়গাতেই জমায়েতের অনুমতি দেয়নি পুলিশ৷ জারি করা হয়েছে ১৪৪ ধারা৷

শুধু জমায়েতের অনুমতি না দেওয়াই নয়, নবান্নের ধারেকাছে যাতে বিজেপি নেতা কর্মীরা ঘেঁষতে না পারেন, তার প্রস্তুতি সেরে ফেলেছে পুলিশ৷ পুলিশের পরিকল্পনা অনুযায়ী, নবান্নের কয়েক কিলোমিটার আগেই আটকানো হবে বিজেপি-র সব মিছিল৷ তাই কলকাতা এবং হাওড়ার দিকে নবান্নগামী সব পথেই বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ জলপথেও চলছে নজরদারি৷

advertisement

আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযানে সামাল দিতে উত্তরের জেলা থেকে ট্রেনে করে কলকাতায় কর্মী-সমর্থকরা 

গোটা নবান্নকে ঘিরেই নিশ্চিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে৷ ড্রোন উড়িয়ে নবান্ন সংলগ্ন এলাকায় নজরদারি চলছে৷ পাশাপাশি নবান্নের আশপাশের রাস্তাগুলিতেও যান বাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ দ্বিতীয় হুগলি সেতুতেও সকাল থেকে যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে৷ কলেজ স্কয়্যার থেকে হাওড়া হয়ে নবান্নের দিকে মিছিল এগনোর কথা, তাই হাওড়া ব্রিজেও বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে৷ মিছিল আটকাতে সব জায়গাতেই তৈরি রাখা হয়েছে স্টিলের ব্যারিকেড৷ পাশাপাশি বাঁশের ব্যারিকেডও তৈরি করছে পুলিশ৷ গার্ড রেল দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ রাখা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

শুধু কলকাতা নয়, জেলাতেও বিজেপি নেতা কর্মীদের কলকাতাগামী মিছিল আটকানোর অভিযোগ উঠেছে পুলিশে বিরুদ্ধে৷ নন্দীগ্রামেও পুলিশের বিরুদ্ধে বিজেপি-র মিছিল আটকানোর অভিযোগ উঠেছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Nabanna Abhijan: নবান্নের ধারেকাছে ঘেঁষবে না মিছিল, রাস্তায় হাজার হাজার পুলিশ! বিজেপি-র সামনে কঠিন চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল