নন্দীগ্রামে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্যের তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে নালিশ জানান শুভেন্দু৷ শুভেন্দু চিঠিতে লিখেছেন, প্রধানমন্ত্রী ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঘরে ঘরে জাতীয় পতাকা লাগানোর আহ্বান জানিয়েছেন৷ সেই কর্মসূচির প্রচারেই এ দিন নন্দীগ্রামে মিছিল বের করেন তিনি৷ স্বেচ্ছায় বহু মানুষ ওই মিছিলে যোগ দেন৷ মিছিলে কোনও রাজনৈতিক পতাকা ছিল না, রাজনৈতিক স্লোগানও দেওয়া হয়নি৷ তা সত্ত্বেও অনুমতি না থাকার অজুহাতে পুলিশ এসে মিছিল বন্ধ করে দেয় বলে অভিযোগ৷
advertisement
আরও পড়ুন- দেখুন ভিডিও:তিরঙ্গা মিছিলে গরুর গুঁতো, গুজরাতের প্রাক্তন মন্ত্রীর গায়ে গরুর ঝাঁপ
যে তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে শুভেন্দু অভিযোগ করেছেন, তাঁদের মধ্যে ডিজি মনোজ মালব্য ছাড়াও রয়েছেন পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ কে এবং হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে৷ তিন আইপিএস অফিসারই জাতীয় পতাকার প্রতি অসম্মান করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন শুভেন্দু৷
আরও পড়ুন- 'হর ঘর তিরঙ্গা'য় অংশ নিলেন মোদির মা! জাতীয় পতাকা বিলি করলেন হীরাবেন মোদি
শুভেন্দু অধিকারী বলেন, “ভারতের পতাকা হাতে নিয়ে যাত্রা আর মুখে ‘ভারত মাতা কি জয়’- এ রাজ্যে কি এখন এই দু’টোই নিষিদ্ধ?” শুভেন্দু অধিকারীর অভিযোগ, জেলা পুলিশ সুপারের নির্দেশে মিছিলে বাধা দিয়েছেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার৷ আর জেলা পুলিশ সুপারকে দিয়ে মিছিল বন্ধ করিয়েছেন রাজ্য পুলিশের ডিজি৷ যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর৷