নিরাপত্তা নিয়ে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ। প্রথম তিন দফায় ভোটে নিরাপত্তা নিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার।
সোমবার সংশ্লিষ্ট আট জেলার ডিএম ও এসপিদের সঙ্গে বৈঠক করেন পুলিশ পর্যবেক্ষক। নিরাপত্তার কাজ নিয়ে জেলা প্রশাসনকে সার্টিফিকেট বিবেক দুবের।
যদিও বিরোধী দলগুলো অন্যরকমই অভিযোগ করছে। আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানিয়ে রাজ্যের সব বুথকে স্পর্শকাতর ঘোষণারও দাবি তুলেছিল বিরোধীরা। মুখ্য পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকেও একাধিক অভিযোগ তোলে বিরোধী দলগুলো।
advertisement
কোচবিহার ও আলিপুরদুয়ারের অধিকাংশ জায়গায় এখনও আধাসেনা পাঠানো হয়নি ৷ যদিও এখনই এইসব অভিযোগকে গুরুত্ব দেওয়ার কারণ পাননি বিশেষ পুলিশ পর্যবেক্ষক। আগামী দু-দিনও একাধিক বৈঠক করবেন বিবেক দুবে।
- মঙ্গলবার ডিজির আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক
- বুধবার শিলিগুড়িতে জেনারেল অবজার্ভারদের সঙ্গে বৈঠক
বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকের পর তিন জেলার নিরাপত্তা নিয়ে আপাতত স্বস্তি।