বার বার ঘুড়ির সুতোয় নিত্যদিন বাইক দুর্ঘটনা ঘটছে | এত নিয়ম থাকা সত্বেও কেন রোখা যাচ্ছে না? কী বলছেন পুলিশ কর্তারা, KMDA বা কী ভাবনা চিন্তা করছে | প্রশ্ন উঠছে, বারবার কেন মা ফ্লাইওভার এ ঘুড়ির সুতোয় দুর্ঘটনা ঘটে চলেছে?কেন এতো নিয়ম করেও পুলিশ কিছু তে লাগাম দিতে পারছে না?কোথায় গলদ..?এতো পুলিশ পাহারা দিয়েও কেন আটকানো যাচ্ছে না?
advertisement
ঘুড়ির সুতোয় দুর্ঘটনা রুখতে ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশ ও KMDA ও থানার পক্ষ থেকে একধিক উদ্যোগ নেওয়া হয়েছে | কলকাতা ট্রাফিকের তরফে KMDA কে জানানো হয়েছে গোটা মা ফ্লাইওভারকে স্ট্যান্ডিং পোল ও তার দিয়ে ফেন্সিং এর মতো মুড়ে ফেলার জন্য | লালবাজার সূত্রে খবর, চিনা মাঞ্জা রোখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে | কিন্তু চিনা মাঞ্জা ছাড়াও এমনি সাধারণ সুতোয় দুর্ঘটনা ঘটছেই | মা ফ্লাইওভার এ কোথাও ঘুড়ি আটকে আবার কোথাও বা ঘুড়ির সুতো আটকে |
কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা জানান, "এই বিষয়টি আমাদের নজরে আছে | আমরা ইতিমধ্যেই KMDA কে জানিয়েছি গোটা মা ফ্লাইওভারকে পোল দিয়ে ওয়ারিং বা তার দিয়ে মুড়ে ফেলার জন্য | মা ফ্লাইওভারে নির্দিষ্ট অংশে KMDA সেই পাইলট প্রজেক্ট করেছে | কিন্তু বাকি পুরো ফ্লাইওভারকেই এভাবে মুড়ে ফেলার জন্য KMDA কে লালবাজারের ট্রাফিক এর তরফে চিঠি দেওয়া হয়েছে মার্চেই | যত তাড়াতাড়ি তাঁরা একাজ করবে সুতোয় দুর্ঘটনা কমবে | "
লালবাজার সূত্রে খবর,
১) নজরদারির জন্য টিম রাখা হয়েছে..
২) বেশ কিছু জায়গা তে নজরে এলে চিনা মাঞ্জা ও ঘুড়ি সিজ করা হয়েছে|
৩) ধরপাকড়ও চলছে |
৪) পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে এলাকায় |
৫) চিনা মাঞ্জা ব্যান করা গেলেও এমনি ঘুড়ি ওড়ানো কখনোই banned করা এখনও পর্যন্ত সম্ভব না |
৬) কিন্তু মানুষের মধ্যে সচেতনতা না এলে সম্পূর্ণ বন্ধ করার মুশকিল |
তবে পুলিশের তরফে নিয়মের কড়াকড়ি থাকলেও কিছুতেই ঘুড়ির সুতোয় দুর্ঘটনা কমানো যাচ্ছে না | নিয়ম শুধু নয়, প্রয়োজন মানুষের মধ্যে সচেতনতা বোধকে জাগ্রত করতে হবে | তবেই রোখা সম্ভব পথ দুর্ঘটনা |
Arpita Hazra