TRENDING:

New Town Jeweller Murder Update: স্বর্ণব্যবসায়ীর বুকে পা দিয়ে হুমকি বিডিও-র, ভিডিও পেল পুলিশ! প্রশান্ত বর্মনের নির্দেশেই মারধর, দাবি ধৃতের

Last Updated:

নিউ টাউনের যাত্রাগাছিতে ওই স্বর্ণব্যবসায়ীর দেহ ফেলার সময়ও সেখানে ছিলেন বিডিও প্রশান্ত বর্মন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে হত্যার ঘটনায় পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত বিবেকান্দ সরকার জেরায় স্বীকার করে নিয়েছে, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই ওই স্বর্ণব্যবসায়ীকে মারধর করা হয়৷ এমন কি, যাত্রাগাছিতে স্বর্ণ বব্যসায়ীর দেহ লোপাটের সময়ও ঘটনাস্থলে উপস্থি ছিলেন অভিযুক্ত বিডিও৷
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে আরও বিপাকে বিডিও প্রশান্ত বর্মন৷
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে আরও বিপাকে বিডিও প্রশান্ত বর্মন৷
advertisement

এর আগেই এই ঘটনায় কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এই সজলেরই গাড়ির চালক বিবেকানন্দ৷ পুলিশকে জেরায় সে জানিয়েছে, সজলের নির্দেশেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল সে৷

জেরায় ধৃত বিবেকানন্দ পুলিশকে জানিয়েছে, গত ২৮ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করে নিউ টাউনে বিডিও-র ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়৷ সেখানে বিডিও-র নির্দেশেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর শুরু হয়৷ এমন কি, ওই স্বর্ণব্যবসায়ীকে মারার জন্য বিডিও প্রশান্ত বর্মন তাকেও নির্দেশ দেন বলে দাবি বিবেকানন্দের৷ মারধরে ব্যবহার করা হয় লাঠি, লোহার রড এবং বেল্ট৷ এমন কি, বিডিও নিজেও ওই স্বর্ণব্যবসায়ীকে মারধর করেন বলে দাবি করেছে ধৃত বিবেকানন্দ৷ এই মারধরের সময়ই মৃত্যু হয় ওই স্বর্ণ ব্যবসায়ীর৷

advertisement

ধৃত ওই যুবক আরও দাবি করেছে, নিউ টাউনের যাত্রাগাছিতে ওই স্বর্ণব্যবসায়ীর দেহ ফেলার সময়ও সেখানে ছিলেন বিডিও প্রশান্ত বর্মন৷ শুধু তাই নয়, তাঁর নির্দেশেই মারধরে ব্যবহৃত বেল্ট, লোহার রড, লাঠি লোপাট করা হয়৷

হত্যাকাণ্ডের তদন্তে নেমে প্রথমে বিডিও-র কলকাতার গাড়ির চালক রাজু ঢালিকে গ্রেফতার করে পুলিশ৷ তার মোবাইল ফোন থেকে স্বর্ণব্যবসায়ীকে মারধরের ঘটনার ডিলিট করে দেওয়া ভিডিও উদ্ধার করেছে পুলিশ৷ সূত্রের খবর, সেই ভিডিওতে দেখা গিয়েছে ওই স্বর্ণব্যবসায়ীকে মাটিতে ফেলে তাঁর বুকে পা তুলে প্রাণে মারার হুমকি দিচ্ছেন ভিডিও৷

advertisement

গত ২৮ অক্টোবর সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে৷ ওই বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া গয়নায় স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণব্যবসায়ীর কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ৷ সেই সোনার সন্ধানেই গত অগাস্ট মাসে ওই স্বর্ণ ব্যবসায়ীর দাঁতনের বাড়িতেও যান বিডিও প্রশান্ত বর্মন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ের মরশুমে নাওয়া-খাওয়া ভুলেছে শিল্পীরা, বাজিতপুরের শাঁখা কাঁপিয়ে দিচ্ছে গোটা বাংলা
আরও দেখুন

সেদিনও ওই বিডিও-র সঙ্গে দেখা গিয়েছিল এই বিবেকানন্দ সরকারকে৷ স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, ধৃতদের বয়ানের সঙ্গে তাদের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া ভিডিও এবং সিসিটিভি ফুটেজেরও যথেষ্ট মিল রয়েছে৷ ফলে, পুলিশ যে আস্তে আস্তে এই হত্যাকাণ্ডের তদন্তের জাল গুটিয়ে আনছে, তা স্পষ্ট৷ বিডিও প্রশান্ত বর্মন কতদিন পুলিশের হাত থেকে বাঁচতে পারেন, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Jeweller Murder Update: স্বর্ণব্যবসায়ীর বুকে পা দিয়ে হুমকি বিডিও-র, ভিডিও পেল পুলিশ! প্রশান্ত বর্মনের নির্দেশেই মারধর, দাবি ধৃতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল