১ সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন উদ্ধার করা এই হাজারটি মোবাইল তুলে দেওয়া হল মালিকদের হাতে। এ এক অভিনব উদ্যােগ তা বলায় বাহুল্য। এই মোবাইলগুলির মধ্যে ছিল প্রায় ১৭ টি আইফোন। বাগুইআটি থানাতে সবচেয়ে বেশি ফোন উদ্বার হয়েছে৷ ১৬৬ টি ফোন উদ্ধার করেছে বাগুইআটি থানার পুলিশ। এরপরেও এসওজি সেল ডিএনডি ১৫৯ টি ও ইকোপার্ক থানা ১২৪ টি ফোন উদ্ধার করেছে। এই সব মোবাইল বিক্রী হয়েগিয়েছিল চোরা মার্কেটে। উদ্ধার করতে হয়েছে বিশেষ অপারেশনের মাধ্যমে। উদ্ধার হওয়া ফোনগুলি পুলিশ দিবসের দিন হাতে পিয়ে গিয়েছেন ফোনের আসল মালিকেরা।
advertisement
আরও পড়ুন: বিষয় রাজনীতির তিন ‘ঘোষ’…হুল ফোটাল ‘হুলি গান ইজম’! গান তো ভাইরাল, কী বলছেন কুণাল?
হারানো ফোন হাতে পেয়ে খুশি তাঁরা৷ পুলিশের এই অপরাশেনের ফলে ১০০০ টি ফোন উদ্ধার হয়েছে যেমন তেমনই ১০০০ জনের মুখের হাসিতেই আলো হয়ে থাকল আজকের পুলিশ দিবসের দিন। এই অপারেশনে যে সমস্ত পুলিশ অফিসার থেকে কর্মীরা অংশগ্রহণ করেছিলেন তাঁরাও বেশ খুশি। তাঁরা বলছেন এই অপারেশন জারি থাকবে।
টেকনোলজি উন্নত হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপকর্মও। বেড়েছে সাইবার ক্রাইম। অপরাধীরা পাতায় পাতায় চললে ডালে ডালে চলছে পুলিশও। তবে সাইবার ক্রাইমে থামান যাচ্ছে না। তবে চুরি যাওয়া ফোনের হদিশ করতে পেরে বিধাননগর কমিশনারেট একটা আলদা মাত্রা পেল। নাগরিকদের ভরসার জায়গা পেল বিধাননগর কমিশনারেট তা বলায় যায়।