গতকালই আনন্দপুরে খাল থেকে উদ্ধার হয় এক তরুণ এবং তরুণীর দেহ৷ মৃত তরুণীর নাম রণিতা বৈদ্য৷ গত সোমবার সন্ধ্যায় নতুন কেনা স্কুটি চালানো শিখতে বাড়ি থেকে বের হন রণিতা৷ এর পরই নিখোঁজ হয়ে যান তিনি৷
শেষ পর্যন্ত গতকাল বিকেলে আনন্দপুর এলাকার খাল থেকে ওই তরুণী এবং রোহিত অগ্রবাল নামে এক তরুণের দেহ উদ্ধার করে পুলিশ৷ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে, সোমবার রাত ৮.৩৫ মিনিট নাগাদ আনন্দপুরে খালের কাছে আসেন রণিতা এবং রোহিত৷ খালের জলে ঝাঁপ দেওয়ার আগে ওই তরুণ-তরুণীর মধ্যে তুমুল বচসা হয়৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরাও দু জনকে কথা কাটাকাটি করতে দেখেন৷
advertisement
সিসিটিভিতে দেখা যাচ্ছে, হাত পা ছুড়ে রীতিমতো দু জনের মধ্যে বচসা চলছিল। হঠাৎই রাস্তা পেরিয়ে খালে নেমে যান রণিতা। কয়েক সেকেন্ডের ব্যবধান রণিতাকে অনুসরণ করে খালে নেমে যেতে দেখা যায় রোহিতকেও৷
প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, কিছু দিন আগে পর্যন্তও রণিতা এবং রোহিতের মধ্যে সম্পর্ক ছিল৷ কিন্তু সম্প্রতি রণিতা নতুন সম্পর্কে জড়িয়েছিলেন৷ তা নিয়েই প্রাক্তন প্রেমিক রোহিতের মধ্যে দিন কয়েক ধরেই চলছিল টানাপোড়েন ও অশান্তি৷
সিসিটিভি-র এই ফুটেজ ছাড়াও এক বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনিও জোরে জোরে ঝগড়ার আওয়াজ পান। তাঁর বক্তব্য ও সিসিটিভির ফুটেজে মিল পাচ্ছে পুলিশ। এর পাশাপাশি মৃত দু জনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা৷