TRENDING:

Honey trap in Kolkata: তরুণীর ডাকে ফ্ল্যাটে গিয়ে সর্বনাশ যুবকের, পাল্টা ফাঁদ পাতল পুলিশ! ধৃত দম্পতি সহ ৪

Last Updated:

ওই তরুণী এবং তার স্বামী এর আগেও বেশ কয়েকজনকে এ ভাবেই ফাঁদে ফেলে বেশ কয়েকজনের থেকে টাকা আদায় করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খাস কলকাতাতেই হানি ট্র্যাপে পা দিয়ে যুবক৷ হোটেলে ডেকে নিয়ে গিয়ে যুবকের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক তরুণী এবং তাঁর স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত দম্পতি সহ চার জনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযোগকারী যুবকের৷ পাটুলির বাসিন্দা ওই যুবক সদ্য পলিটেকনিক পাস করেছেন৷ জানা গিয়েছে, ডেটিং অ্যাপে পরিচয়ের পর গতকাল ওই যুবককে গল্ফ গ্রিন এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান ওই তরুণী৷

অভিযোগ, ওই ফ্ল্যাটে পৌঁছে যুবক দেখেন, সেখানে ওই তরুণী ছাড়াও আরও দুই যুবক রয়েছেন৷ এর পর অভিযুক্ত যুবককে সেখানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই যুবকের মাকে ফোন করে এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে বলে দাবি জানায় অভিযুক্ত তরুণী এবং তার সঙ্গে থাকা দুই যুবক৷

advertisement

আরও পড়ুন: রথে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল বেহালার পরিবার, ফেরার পথে ভয়ঙ্কর পরিণতি! মৃত ২

ছেলেকে ছাড়াতে এক লক্ষ টাকা দিতে হবে বলে ফোন পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন অভিযোগকারী যুবকের মা৷ গোটা বিষয়টি পাটুলি থানায় গিয়ে জানান তিনি৷ এর পর অভিযুক্তদের ধরতে তাদের দাবি মতো টাকা দেওয়ার টোপ দেয় পুলিশ৷ টাকা নেওয়ার জন্য ওই গড়িয়া মোড়ে আসতে বলা হয় ওই তরুণীর সঙ্গীদের৷

advertisement

সেই মতো গড়িয়া মোড়ে পৌঁছয় দুই যুবক৷ সেখানেই তাদের গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই কলকাতায় অন্য একটি ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ৷ সেখানে হানা দিয়েই আটক যুবককে উদ্ধার করে পুলিশ৷ ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী এবং তাঁর স্বামীকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী এবং তার স্বামী এর আগেও বেশ কয়েকজনকে এ ভাবেই ফাঁদে ফেলে বেশ কয়েকজনের থেকে টাকা আদায় করেছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Honey trap in Kolkata: তরুণীর ডাকে ফ্ল্যাটে গিয়ে সর্বনাশ যুবকের, পাল্টা ফাঁদ পাতল পুলিশ! ধৃত দম্পতি সহ ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল