এ দিন যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদেই গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা৷ সেই মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপি-র শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা৷ সেই মিছিল শুরুর আগেই গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করার প্রস্তুতি নেয় বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি৷
advertisement
কিন্তু সেই মিছিল যাদবপুর থানার সামনে পৌঁছতেই বাধা দেয় পুলিশ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি সমর্থকরা এগনোর চেষ্টা করলে ধস্তাধস্তি বেঁধে যায়৷ এবিভিপি সমর্থকদের আটক করে নিয়ে যায় পুলিশ৷ পুলিশের দাবি, এবিভিপি-র এই মিছিলের কোনও অনুমতি ছিল না৷
বিজেপি-র ছাত্র সংগঠনের পাশাপাশি যুব মোর্চাও এ দিন যাদবপুর বাঁচাও স্লোগান তুলে মিছিলের ডাক দিয়েছে৷ আদালতের অনুমতি নিয়ে এই মিছিল করছে বিজেপি৷ মিছিলে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের৷ সেই মিছিলকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে৷ ফলে যে পথ ধরে মিছিল যাবে, সেই গোলপার্ক থেকে ৮বি পর্যন্ত রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ মিছিলের উত্তেজনা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ভাবে না ছড়ায়, সেই বিষয়েও সতর্ক থাকছে পুলিশ৷