গভীর সঙ্কটে ঋষভ সিং। ক্রমেই জবাব দিচ্ছে ছোট্ট শরীর। চিকিৎসকেরা বলছেন, পোলবার পুলকার দুর্ঘটনায় মারাত্মক জখম ঋষভের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গত চব্বিশ ঘণ্টায় কিডনি, ফুসফুস , লিভারের সংক্রমণ বাড়ছে। ক্রমশ মাল্টিঅরগ্যান ফেলিওরের দিকে এগোচ্ছে ঋষভ ৷ রক্তচাপ ও প্লেটলেট দ্রুত কমছে ৷ ৪ ইউনিট সিঙ্গল ডোনার প্লেটলেট দেওয়া হয়েছে ৷ রক্তে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে ৷
advertisement
ঋষভকে এমকো লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে লড়াই চলছে। এদিন জরুরি বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। অন্যদিকে, পুলকার দুর্ঘটনায় আহত দিব্যাংশু ভকতের ভেন্টিলেশন বৃহস্পতিবারই খোলা হয়েছে। তবে আইসিইউতেই আছে দিব্যাংশু। চিকিৎসকেরা জানিয়েছেন, এদিন উঠে বসেছে দিব্যাংশু ৷ সকলের সঙ্গে কথাও বলছে ৷ রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে দিব্যাংশুকে ৷
পোলবায় পুলকার দুর্ঘটনায় গ্রেফতার শামিম আফরোজ আখতার। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিক শামিম। ঘটনার পর থেকে ফেরার ছিল শামিম। আজ তাকে ভোররাতে গ্রেফতার করে পুলিশ। শামিম প্রথমে পড়ুয়াদের গাড়িতে তুলত। দুর্ঘটনার দিন শামিম শিশুদের তুলেছিল। বৈদ্যবাটিতে থেকে অন্য চালক পুলকার চালায়।