TRENDING:

রেস্তোরাঁর খাবারে ‘বিষ’, কাঠগড়ায় সল্টলেকের ডোমিনোজ এবং আমিনিয়া

Last Updated:

পরীক্ষায় ফেল বিধাননগরের ২ নামী রেস্তোরাঁ ৷ সরকারি রিপোর্টে ডাহা ফেল বিধাননগরের দুই নামী রেস্তোরাঁ । কাঠগড়ায় সল্টলেকের ডোমিনোজ এবং চিনার পার্কের আমিনিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরীক্ষায় ফেল বিধাননগরের ২ নামী রেস্তোরাঁ ৷ সরকারি রিপোর্টে ডাহা ফেল বিধাননগরের দুই নামী রেস্তোরাঁ । কাঠগড়ায় সল্টলেকের ডোমিনোজ এবং চিনার পার্কের আমিনিয়া।
advertisement

আরও পড়ুন: কাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির প্রভাব

বিজ্ঞাপন বলে একরকম কথা । কিন্তু, সরকারি ল‍্যাবে পরীক্ষার পর মিলল চা‍ঞ্চল‍্যকর ফল । এই প্রসঙ্গে বিধাননগর পুরসভার মেয়র সব‍্যসাচী দত্ত বলেন, সবথেকে মারাত্মক ডোমিনোজ ৷ ইন্টারন‍্যাশনাল ফুড চেইনের খাবারে মিলেছে ইস্ট, মোল্ড কাউন্ট এবং ইকোলাই ৷ পরিশ্রমের টাকা খরচ করে নামী রেস্তোরাঁ থেকে খাবার খাবেন। কিন্তু, সেই খাবারেই বিষ। সল্টলেকের চাওম‍্যান কোনওরকমে পাশ করে গিয়েছে

advertisement

সম্প্রতি, বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‍্য রাজ‍্য সরকারের কাছে পাঠায় বিধাননগর পুরসভা ৷ তার মধ‍্যে থেকে তেরোটির রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, নামী রেস্তোরাঁর খাবারও বিপজ্জনক।

ভাগাড়ের কারবার প্রকাশ‍্যে আসার পর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালায় বিধানননগর পুরসভা । নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‍্য পাঠায় সরকারের কাছে । সেই রিপোর্টেই দেখা যাচ্ছে, নামী রেস্তোরাঁর খাবার বিপজ্জনক । বিধাননগর পুরসভার মেয়রের হুঁশিয়ারি, রেস্তোরাঁগুলিতে এই অভিযান আগামী দিনেও চলবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও এই রিপোর্টের বিরোধিতা করল আমিনিয়া ৷ নিরপেক্ষ রিপোর্টের দাবি জানাল আমিনিয়া ৷ কর্তৃপক্ষের দাবি, ৯০ বছরের প্রতিষ্ঠান আমিনিয়া ৷ কোনওদিন এ ধরনের অভিযোগ ওঠেনি ৷ প্রেস বিবৃতিতে সাফাই আমিনিয়া কর্তৃপক্ষের ৷ ২৪ মে নমুনা সংগ্রহ হয় ৷ একমাস পর রিপোর্ট প্রকাশ পুরসভার ৷ কেন এত দেরি হল ? প্রশ্ন তুলল আমিনিয়া ৷ বিধাননগর পুরসভা কোনও নোটিস দেয়নি বলেই অভিযোগ আমিনিয়া কর্তৃপক্ষের ৷ নিরপেক্ষ কোনও সংস্থা থেকে পরীক্ষার দাবি জানাল আমিনিয়া কর্তৃপক্ষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রেস্তোরাঁর খাবারে ‘বিষ’, কাঠগড়ায় সল্টলেকের ডোমিনোজ এবং আমিনিয়া