এদিন ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, "বাঙালি সংস্কৃতি ও পরস্পরা সারা বিশ্বে প্রশংসিত। নব বর্ষের প্রারম্ভে আমি প্রত্যেকের মুখ ও সুস্বাস্থ্য কামনা করি। শুভ নববর্ষ।" কংগ্রেস নেতা রাহুল গান্ধি ট্যুইটে জানান, "পয়লা বৈশাখের শুভ উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। এই দিনটি প্রতিটি ঘরে আশা এবং সুখ নিয়ে আসুক।"
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি নববর্ষ আপনার জীবনে আশা, সুখ এবং স্বাস্থ্যের প্রাচুর্য নিয়ে আসুক। "
আরও পড়ুন, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাই না! শাহি বৈঠকের পরই কেন ভোলবদল বিজেপি-র?
আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
কয়েকদিন আগেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "আপনাদের সবাইকে নব বৈশাখের শুভনন্দন জানাই। সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু বাংলায় নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম।"