TRENDING:

Arun Chakraborty Death: 'লাল পাহাড়ির দেশ' ছেড়ে মেঘের দেশে কবি অরুণ চক্রবর্তী, হৃদরোগ কাড়ল প্রাণ

Last Updated:

'লাল পাহাড়ের দেশ' ছেড়ে মেঘের দেশে যাত্রা করেছেন কবি। বয়স হয়েছিল ৮০ বছর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘লাল পাহাড়ির দেশে’-র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হলেন। গতকাল রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর ‘সোনাঝুরি’ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসক এসে জানিয়ে দেন তিনি আর নেই। ‘লাল পাহাড়ের দেশ’ ছেড়ে মেঘের দেশে যাত্রা করেছেন কবি। বয়স হয়েছিল ৮০ বছর। কবির স্ত্রী দুই পুত্র, তাঁদের স্ত্রী এবং নাতিরা রয়েছেন। কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটি এবং বিশিষ্টজনরা।
News18
News18
advertisement

কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানান, শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকে।

অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্থান মোটরে চাকরি করতেন।

তখন থেকেই লেখালেখি করতেন। অসংখ্য কবিতা রয়েছে কবি অরুন চক্রবর্তীর। তবে ‘লাল পাহাড়ির দেশে’ কবিতা তাঁকে অন্য পরিচিতি দেয়। যা পরে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশে-বিদেশে পরিচিতি পায়। বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন। পাহাড়-জঙ্গল-আদিবাসী এলাকায় ঘুরতেন।

advertisement

সান্তাক্লজের মতো লাল পোশাক আর কাঁধে ঝোলা ব্যাগ, মাথায় রঙিন রুমাল বাঁধা ছিল অরুণ চক্রবর্তীর ট্রেড মার্ক। ঝোলায় থাকত চকোলেট। ছোটোদের দেখলেই চকোলেট দিতেন। সবাইকে ‘বুড়ো’ বলে ডাকতেন। তাঁর প্রয়ানে জেলার কবি সাহিত্যিক মহলে শোক।

কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত থাকবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর গুণগ্রাহীরা। পরে শ্যাম বাবুর ঘাটে হবে শেষকৃত্য সম্পন্ন হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমনাথ ঘোষ

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arun Chakraborty Death: 'লাল পাহাড়ির দেশ' ছেড়ে মেঘের দেশে কবি অরুণ চক্রবর্তী, হৃদরোগ কাড়ল প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল