শীত বিদায়ের পথে। আর এই সময়ে ঘরে ঘরে একরত্তি শিশুদের মধ্যে দেখা যাচ্ছে নিউমোনিয়া সংক্রমণ। অনেক শিশুর অভিভাবকরা মনে করছেন নিউমোনিয়া প্রতিষেধক টিকা দেওয়া আছে শিশুকে, তাহলে কেনও নিউমোনিয়া সংক্রমণ হবে ? বা তাতে কি সঙ্কটজনক হবে পরিস্থিতি ?
advertisement
শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে এক বিশেষ ধরনের একটি ব্যাকটেরিয়া সংক্রমণের জেরেই নিউমোনিয়াতে সংক্রমিত হচ্ছে শিশুরা। সরকারি এবং বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে যে সমস্ত শিশুদের চিকিৎসার জন্য ভর্তির প্রয়োজনীয়তা অনুভব করছেন চিকিৎসকরা, সেই শিশুদের শতকরা ৫০ ভাগ শিশুদের চিকিৎসা করতে হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউতে রেখেই। প্রতিষেধক টিকা নেওয়ার পরও আটকানো যাচ্ছে না নিউমোনিয়া সংক্রমণ। ক্রমেই চিন্তা বাড়াচ্ছে শিশুদের অভিভাবকদের মধ্যে।
এই বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জানান, গত প্রায় দু-মাস যাবৎ শিশুদের মধ্যে নিউমোনিয়া সংক্রমণ ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। টিকা নেওয়া সত্ত্বেও ফুসফুসে কোনও কোনও ক্ষেত্রে পুঁজ জমে যাচ্ছে সংক্রমণের জেরে। অনেক ক্ষেত্রেই সেই পুঁজ সহজে বের করা যাচ্ছে না। অনেক সময়ে তো অস্ত্রোপচারের মাধ্যমে বের করতে হচ্ছে পুঁজ!
ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কেন নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা? এর জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে বিশেষ ধরনের একটি ব্যাকটেরিয়াল সংক্রমণকে দায়ী করছেন শিশু চিকিৎসকরা। চিকিৎসকদের বক্তব্য, টিকার বেশ কিছু স্ট্রেন আছে। আবার অনেক স্ট্রেন নেই। যার জেরেই টিকা নেওয়া সত্ত্বেও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা।