পাশাপাশি সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপি নেতাদের কথায়,' প্রধানমন্ত্রীর নামাঙ্কিত বিভিন্ন প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করবে কেন্দ্র, আর সেই প্রকল্প বাস্তবায়িত করার পর প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে রাজ্যের প্রকল্প হিসেবে তা উল্লেখ করলে আগামী দিনেও আমাদের প্রতিবাদ জারি থাকবে। আমরা চাই, দুর্নীতি নয়, কেন্দ্রীয় প্রকল্পের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দের সঠিক বাস্তবায়ন হোক এ রাজ্যে'।
advertisement
আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!
কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন, ১০০ দিনের কাজে দুর্নীতি সহ নানান অনিয়ম ইস্যুতে বারবারই সরব হতে দেখা যায় বঙ্গ বিজেপি নেতৃত্বকে। এই মর্মে, কয়েক মাস আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আগামী দিনে যদি দেখা যায় ফের কেন্দ্রের টাকায় বিভিন্ন প্রকল্পের কৃতিত্ব নিচ্ছে রাজ্য সরকার, মানা হচ্ছে না শর্ত, তাহলে যে ফের নালিশ জানানো হবে কেন্দ্রকে তাও স্পষ্ট করে পদ্ম শিবির। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বৃহস্পতিবারই রাজ্যকে দিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে এই প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছিল।
আরও পড়ুন: রেলে ৩৫ হাজারেরও বেশি পদে নিয়োগ, সময় হাতে খুব কম! জানুন
বৃহস্পতিবার প্রথম কিস্তিতে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করলেও তাতে দেওয়া হল একাধিক শর্ত।কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধিকর্তা দেবেন্দ্র কুমার রাজ্যের পঞ্চায়েত সচিবকে ১৪৪টি রাস্তা নির্মাণের অনুমোদনের কথা জানিয়েছেন। যার প্রতি কিলোমিটার নির্মাণ খরচ হবে ৬৮ কোটি ২২ লক্ষ টাকা। আর সেখানেই বলা হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নির্দেশিকা মেনে এই রাস্তা নির্মাণ করতে হবে। নির্মাণের পর মানুষকে অবগত করতে, ওই রাস্তায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লোগো দেওয়া বোর্ড লাগাতে হবে।