বিশেষজ্ঞদের মতে, এই সফরের সময় মোদি কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনও গোপন বৈঠক করবেন, নাকি দলের কর্মীদের জন্য কোনও বিশেষ বার্তা নিয়ে এসেছেন, সেদিকেই এখন সবার নজর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত মাসেও তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। তাই এই সফরের নেপথ্যে প্রশাসনিক সূচির বাইরেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা জানার জন্য উৎসুক রাজ্যবাসী।
advertisement
রবিবার অর্থাৎ আজ কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে সন্ধে নাগাদ রাজভবনে পৌঁছাবেন তিনি। সেখানেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদি। আগামীকাল অর্থাৎ সোমবার ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারপর সেখান থেকেই প্রধানমন্ত্রী যাবেন বিমানবন্দরে এবং দিল্লি ফিরে যাবেন তিনি।
১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে হবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারতীয় সেনাবাহিনীর তিন শীর্ষকর্তা থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিডিএস অনিল চৌহান। সুতরাং কম্বাইন্ড কমান্ডার ফোর্সের এই কনফারেন্স যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সার্বিক নিরাপত্তার খাতিরে ঠিক তেমনি প্রধানমন্ত্রী উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের রাজনীতি পরিসংখ্যানে।