TRENDING:

‘গোটা দেশ বাংলার পাশে রয়েছে’, রাজ্যবাসীকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এক ঝড়ে যেন মাটিতে মিশে গিয়েছে সোনার বাংলা । বুধবার সন্ধের ৩ ঘণ্টায় ধ্বংসস্তূপ করে দিয়ে গিয়েছে রাজ্যকে । বিধ্বংসী আমফুনের তাণ্ডবলীলার ছবি দেখার পর গোটা দেশের হৃদয় কেঁদে উঠছে ডুকরে । গতকাল রাতে সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল সেই হতাশার সুর । মুখ্যমন্ত্রী বলেন, করোনার থেকেও খারাপ এই পরিস্থিতি । ঝড়ের বিভৎসা দেখে তিনি স্তম্ভিত সে কথাও জানান । রাজ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি । সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেন্দ্রের থেকে সাহায্য প্রার্থনা করেন তিনি । অনুরোধ করেন মানবিকতার খাতিরে যেন রাজ্যকে ফের উঠে দাঁড়াতে সাহায্য করে কেন্দ্রীয় সরকার ।
advertisement

এরপরেই রাজ্যকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী একটি ট্যুইট করেন । সেখানে বাংলার প্রতি নিজের গভীর দুশ্চিন্তা ও আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, ‘দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে । আমফানের তাণ্ডবের ছবি দেখেছি । সঙ্কটের সময়ে পাশে রয়েছি । রাজ্যের সব মানুষের সুস্থতা কামনা করি । বাংলায় যত শীঘ্র সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে । বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে নেমেছে NDRF । দুর্গতদের সাহায্যে খামতি হবে না ।’

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘গোটা দেশ বাংলার পাশে রয়েছে’, রাজ্যবাসীকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল