কলকাতা পুলিশের ময়দান থানা এলাকায় এলিয়ট পার্ক ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসানো হয় প্রায় ৬০টি গাছ। এদিন ডিসি সাউথ মিরাজ খালিদ জানান, পরিবেশের ভারসাম্য বাড়ানোর জন্যই এই কর্মসূচি। একইভাবে বাইপাসের ধারে বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া হয় কসবা ট্রাফিক গার্ডের তরফে। কসবা ট্রাফিক গার্ডের ওসি সুরজিৎ পাল জানান, গাছ মাঝে মধ্যেই বসানো হয়, আমফানের পরে প্রয়োজনীয়তা বেড়ে গেছে। একই কর্মসূচি নেওয়া হয় ইষ্ট ট্রাফিক গার্ডের তরফে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ৩ ডিপি সিং, যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে ও ডিসি ট্রাফিক রুপেশ কুমার। ইষ্ট ট্রাফিক গার্ডের ওসি নীলেশ চৌধুরী জানান একটি গাছ মানেই একটি প্রাণ। মিন্টো পার্কের কাছে সাধারণ মানুষকেও গাছ দেওয়া হয়। চারু মার্কেট থানার ওসি মৃগাঙ্ক দাস জানান, গাছ বাঁচান আর পরিবেশকে রক্ষা করুন। সব থানা ও ট্রাফিক গার্ডের মতই লেক থানা, ট্যাংরা থানা, রিভার ট্রাফিক পুলিশ তরফেও কর্মসূচি নেওয়া হয়।
advertisement
Susovan Bhattacharya