বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করা হয় ঘটনার জেরে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগকারী সাউথ কালকাটা ল কলেজের পড়ুয়া। সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ঘটনা ঘটেছে৷ খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চরম চাঞ্চল্য। কসবার আইন কলেজের ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ । ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। অভিযোগকারিণীর অভিযোগ, ২৫ জুন রাত ৭.৩০ থেকে ৮.৫০-এর মধ্যে ঘটে ঘটনাটি। এরপর কসবা থানায় অভিযোগ জানান তরুণী।
advertisement
সাউথ কলকাতা ল কলেজের ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগ কলেজের ছাত্র, প্রাক্তন ছাত্র এবং কর্মচারীর বিরুদ্ধে৷
এই ঘটনায় চরম আতঙ্ক এবং উত্তেজনা৷ গতকাল রাতে অভিযোগ দায়ের করা গন ধর্ষণের অভিযোগের পর কসবা থানা ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। অভিযোগকারিণী ছাত্রীর মেডিক্যাল টেস্টও করানো হয়ে গেছে৷ এরমধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। আর বাকি দুই জন ওই কলেজেরই পড়ুয়া। প্রথমে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এরপর তাদের বয়ানের সূত্র ধরে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।