আরও পড়ুন: ‘আগে বাংলা সামলান, তারপর জোট গড়বেন’, মমতাকে কটাক্ষ অমিত শাহের
সারদা ও রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থার কর্মীদের পিএফ কাটা হলেও জমা না দেওয়ার অভিযোগ ওঠে সংস্থাগুলির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্মীরা। সারদা ও রোজভ্যালি-সহ চিটফান্ড দুর্নীতির তদন্তের সময় এই ঘটনাগুলিও প্রকাশ্যে আসে। ঘুষকান্ডে পিএফ অফিসের এক কর্মীকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁকে জেরা করে জানা যায়,
advertisement
- রমেশচন্দ্র সিং সংস্থাগুলির থেকে ঘুষ নিয়েছেন
- ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি
- সংস্থাগুলি পিএফের টাকা জমা না দিয়েও ছাড় পেয়েছে
এই অভিযোগে আগেই সাসপেন্ড হন ওই পিএফ কমিশনার রমেশচন্দ্র সিং। বৃহস্পতিবার ইডি হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ পেতে তল্লাশি চালায় মোট ছ'টি জায়গায়। তবে কোনও বাড়িতেই পিএফ কমিশনারকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: পাইরেসি রুখতে বড়সড় পদক্ষেপ মুম্বই পুলিশের সাইবার সেলের
রমেশচন্দ্র সিংয়ের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারেরও অভিযোগ উঠেছে। তাঁর সমস্ত হিসেব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি। কোন কোন সংস্থার থেকে তিনি কী কী সুবিধা নিয়েছেন তাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস