TRENDING:

বাজার-হাসপাতাল থেকে টোল প্লাজা, নোট বাতিলে ভোগান্তি সর্বত্রই !

Last Updated:

রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলে দেশের অর্থনৈতিক চিত্রটাই যেন বদলে গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলে দেশের অর্থনৈতিক চিত্রটাই যেন বদলে গিয়েছে ৷ বুধবার ব্যাঙ্ক বন্ধের পাশাপাশি দু’দিন বন্ধ থাকবে দেশের সব এটিএম ৷ এতে স্বভাবতই চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ বাজার থেকে হাসপাতাল সর্বত্র চিত্রটা একই রকম ৷ কলকাতা ও তার আশপাশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে মানুষের ভোগান্তির ছবিটা ৷
advertisement

সরকারি হাসপাতালগুলিতে ১১ নভেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোট নেওয়ার বিষয় ছাড় দেওয়া হলেও বেসরকারি হাসপাতালে হয়রানির শিকার হচ্ছেন মানুষ ৷ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে এদিন ৫০০ ও ১০০০ টাকার নোট নিতে অস্বীকার করা হয় ৷ মেডিক্যাল টেস্ট করাতে গিয়ে এর ফলে সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রা ৷ প্রশ্নের মুখে এখন রোগীদের অস্ত্রোপচারও ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট অস্ত্রোপচারের জন্য নিতে হাসপাতাল অস্বীকার করায় চরম দুর্ভোগে পড়েন রোগীর পরিবার ৷ হাসপাতালের এই আচরণে স্বভাবতই উদ্বিগ্ন রোগীর আত্মীয়রা ৷

advertisement

এদিকে নোট বাতিলে দুর্ভোগ বেড়েছে টোল প্লাজাগুলিতেও ৷ ধূলাগড় টোল প্লাজায় এর জন্য গাড়ির লম্বা লাইন পড়ে আজ সকালে ৷ ৫০০ ও ১০০০ টাকার নোটের খুচরো দিতে অস্বীকার টোলপ্লাজার কর্মীদের ৷ তাঁদের অভিযোগ, ‘‘ অনেকেই ১০০০ টাকার নোট দিচ্ছেন ৷ আমরা এত খুচরো কোথায় পাব ?’’ একই চিত্র ধরা পড়েছে দ্বিতীয় হুগলি সেতুতেও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নোট বাতিলে বিদ্যুতের বিল দিতেও সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ৷ তাই এব্যাপারে গ্রাহকদের পাশে দাঁড়িয়েছে বিদ্যুৎ বন্টন সংস্থা  CESC ৷ বিল দেওয়ার সময়সীমা বাড়িয়েছে সংস্থা ৷ ৯-১২ তারিখ বিদ্যুতের বিল জমা দেওয়ার দিন থাকলেও এবার ১৫ নভেম্বর পর্যন্ত বিল দেওয়া যাবে ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাজার-হাসপাতাল থেকে টোল প্লাজা, নোট বাতিলে ভোগান্তি সর্বত্রই !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল