প্রথম দফায় জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ বুধবার খাদ্য দফতরের ডিরেক্টর ফিনান্সকে দিল্লিতে তলব করেছে কেন্দ্র ৷ সেখানেই রাজ্যকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে বকেয়া ১ হাজার ৬৮১ কোটি টাকা দেওয়া হবে বলে খবর ৷ কিন্তু রাজ্যের বিপুর পরিমাণ বকেয়ার পরিবর্তে এই সামান্য অর্থ মেলায় সম্পূর্ণ সমস্যার অবসান না হলেও এটি কেন্দ্র-রাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনবে ৷
advertisement
রাজ্যের প্রায় ছয় কোটি দু'লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায়।
খাদ্য সুরক্ষায় রাজ্যের বকেয়া
- জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্যের বকেয়া ১৬৮১ কোটি টাকা
- তার জন্য রাজ্যকে প্রতিদিন সুদ দিতে হয়
- প্রতিদিন প্রায় ৪ লক্ষ ৭ হাজার টাকা সুদ দেয় রাজ্য
- কেন্দ্র ৩টাকা কেজি দরে চাল ও গম দেয়
- রাজ্য সেই চাল ও গম দেয় ২ টাকা কেজিতে
- তার জন্য রাজ্যের ভর্তুকি ৩৭৬ কোটি টাকা
বকেয়ার দাবিতে তিনবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য। কিন্তু কোনওবারই তার উত্তের আসেনি। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সেই বকেয়া মিটতে চলছে।
নোটবাতিল-সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা। সেইসঙ্গে রাজ্যেও বিজেপি-তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দিতা চরমে। এর মাঝেই, দীর্ঘ আট মাস পর প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে, সাউথ ব্লকে মুখোমুখি মোদি-মমতা। সৌজন্যে শেখ হাসিনার ভারত সফর। প্রধানমন্ত্রীর দফতরে, মিনিট কুড়ির বৈঠকে দু’জনের মধ্যে রাজ্যের বিপুল বকেয়া নিয়ে আলোচনা হয় ৷ মুখ্যমন্ত্রীর দাবি, নানা প্রকল্পে কেন্দ্রের থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা পায় রাজ্য। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পে টাকা বকেয়া রয়েছে।
কোন প্রকল্পে কত বকেয়া?
প্রকল্প বকেয়া ( কোটি টাকা)
এমজিএনআরইজিএ ১৫৪৬.৮৭
স্বচ্ছ ভারত মিশন ১৫১৪. ৬৩
ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড
বা BRGF ( স্পেশাল) ২৩৩০.০১
ফুড সাবসিডি ( ২০১৫-১৬ এবং ২০১৬-১৭) ১৫৮৪.৫৩
সর্বশিক্ষা অভিযান ১৩৭২.২৩
ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন ৩৪১.৬৯
দীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ২৬৮.৭৫
এক্সচেঞ্জ অফ এনক্লেভস( কোচবিহার) ৭২৫.৯৯
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা
বা RKVY ১১৭.৫৬
অন্যান্য ৬৬৬.৭৫
মোট -----------------------------------------------১০,৪৫৯.০১
রাজ্যের থেকে টাকা কেটে নেওয়ার প্রসঙ্গও বৈঠকে ফের তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অবশ্য কেন্দ্রের অবস্থান বদল হয়নি। তবে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক উসকে দিয়েছে জল্পনা। বৈঠকেই বকেয়া টাকা মেটানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সেই মতোই এদিনের সিদ্ধান্ত ৷