TRENDING:

মমতা-মোদি সাক্ষাতের পর কেন্দ্রের ইতিবাচক পদক্ষেপ, মিলল বকেয়া অর্থ

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটার আগেই কেন্দ্রের পদক্ষেপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটার আগেই কেন্দ্রের পদক্ষেপ ৷ রাজ্যের দাবি মেনে তড়িঘড়ি বকেয়া মেটানোর জন্য উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে, মোদি-মমতা সাক্ষাৎ। কেন্দ্রের থেকে বকেয়া আদায়ে ফের প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নানা প্রকল্পে কেন্দ্রের সাড়ে দশ হাজার কোটি টাকা টাকা পায় রাজ্য। সেই টাকা মেটানো হোক। গতকালই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
advertisement

প্রথম দফায় জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ বুধবার খাদ্য দফতরের ডিরেক্টর ফিনান্সকে দিল্লিতে তলব করেছে কেন্দ্র ৷ সেখানেই রাজ্যকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে বকেয়া ১ হাজার ৬৮১ কোটি টাকা দেওয়া হবে বলে খবর ৷ কিন্তু রাজ্যের বিপুর পরিমাণ বকেয়ার পরিবর্তে এই সামান্য অর্থ মেলায় সম্পূর্ণ সমস্যার অবসান না হলেও এটি কেন্দ্র-রাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনবে ৷

advertisement

রাজ্যের প্রায় ছয় কোটি দু'লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায়।

খাদ্য সুরক্ষায় রাজ্যের বকেয়া

- জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্যের বকেয়া ১৬৮১ কোটি টাকা

- তার জন্য রাজ্যকে প্রতিদিন সুদ দিতে হয়

- প্রতিদিন প্রায় ৪ লক্ষ ৭ হাজার টাকা সুদ দেয় রাজ্য

- কেন্দ্র ৩টাকা কেজি দরে চাল ও গম দেয়

advertisement

- রাজ্য সেই চাল ও গম দেয় ২ টাকা কেজিতে

- তার জন্য রাজ্যের ভর্তুকি ৩৭৬ কোটি টাকা

বকেয়ার দাবিতে তিনবার কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে রাজ্য। কিন্তু কোনওবারই তার উত্তের আসেনি। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই সেই বকেয়া মিটতে চলছে।

নোটবাতিল-সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা। সেইসঙ্গে রাজ্যেও বিজেপি-তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দিতা চরমে। এর মাঝেই, দীর্ঘ আট মাস পর প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে, সাউথ ব্লকে মুখোমুখি মোদি-মমতা। সৌজন্যে শেখ হাসিনার ভারত সফর। প্রধানমন্ত্রীর দফতরে, মিনিট কুড়ির বৈঠকে দু’জনের মধ্যে রাজ্যের বিপুল বকেয়া নিয়ে আলোচনা হয় ৷ মুখ্যমন্ত্রীর দাবি, নানা প্রকল্পে কেন্দ্রের থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা পায় রাজ্য। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রকল্পে টাকা বকেয়া রয়েছে।

advertisement

কোন প্রকল্পে কত বকেয়া?

প্রকল্প                                                                           বকেয়া ( কোটি টাকা)

এমজিএনআরইজিএ                                                      ১৫৪৬.৮৭

স্বচ্ছ ভারত মিশন                                                              ১৫১৪. ৬৩

ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড

বা BRGF ( স্পেশাল)                                                         ২৩৩০.০১

ফুড সাবসিডি ( ২০১৫-১৬ এবং ২০১৬-১৭)          ১৫৮৪.৫৩

সর্বশিক্ষা অভিযান                                                             ১৩৭২.২৩

ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন                          ৩৪১.৬৯

দীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা                ২৬৮.৭৫

advertisement

এক্সচেঞ্জ অফ এনক্লেভস( কোচবিহার)                      ৭২৫.৯৯

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা

বা RKVY                                                                                    ১১৭.৫৬

অন্যান্য                                                                                  ৬৬৬.৭৫

মোট -----------------------------------------------১০,৪৫৯.০১

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজ্যের থেকে টাকা কেটে নেওয়ার প্রসঙ্গও বৈঠকে ফের তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে অবশ্য কেন্দ্রের অবস্থান বদল হয়নি। তবে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক উসকে দিয়েছে জল্পনা। বৈঠকেই বকেয়া টাকা মেটানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সেই মতোই এদিনের সিদ্ধান্ত ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা-মোদি সাক্ষাতের পর কেন্দ্রের ইতিবাচক পদক্ষেপ, মিলল বকেয়া অর্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল