TRENDING:

শুধু বুকিং নয় পেমেন্টও এবার অনলাইন, নগদ টাকা ছাড়াই মেটান গ্যাসের দাম

Last Updated:

নোট বাতিলের পর ক্যাশলেস পথে হাঁটছে দেশ ৷ পেট্রোল থেকে ট্রেনের টিকিট, নিত্যনৈমিত্তিক কেনাকাটা থেকে আমোদ প্রমোদ, সমস্ত কিছুতেই নগদ ছাড়াও পেমেন্টে গ্রহণে আগ্রহী কেন্দ্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের পর ক্যাশলেস পথে হাঁটছে দেশ ৷ পেট্রোল থেকে ট্রেনের টিকিট, নিত্যনৈমিত্তিক কেনাকাটা থেকে আমোদ প্রমোদ, সমস্ত কিছুতেই নগদ ছাড়াও পেমেন্টে গ্রহণে আগ্রহী কেন্দ্র ৷ পেট্রোল পাম্প, ট্রেনের টিকিটের পর গ্যাসেও চালু হল ক্যাশলেস পেমেন্ট ৷
advertisement

নগদ টাকার অভাবে বাড়িতে ভাত রান্না বন্ধ হওয়ার পথে ৷ এটিএম আর ব্যাঙ্কের লাইনের ঝুট ঝামেলা ছেড়ে কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে রান্নার গ্যাস কেনার ব্যবস্থা চালু করল ইন্ডেন ৷ কিছুদিনের মধ্যে এইচপি ও ভারত গ্যাসও ডিজিট্যাল পেমেন্টের স্টিটেম চালু করতে চলেছে ৷

অনলাইনে গ্যাস বুকিং প্রক্রিয়ায় এখন বেশ অভ্যস্ত শহরবাসী ৷ এবার নগদ টাকার সমস্যা এড়াতে এবং সরকার ঘোষিত সুযোগ সুবিধা পেতে ডিজিট্যাল পেমেন্টে জোর দিচ্ছে গ্যাস ডিলাররাও ৷ এবার থেকে কার্ড সোয়াইপ করে  এলপিজি গ্যাসের দাম মেটাতে পারবেন গ্রাহকরা ৷ এর জন্য গ্যাস ডেলিভারি বয়দের কাছে থাকতে হবে POS মেশিন ৷ এই পরিষেবার নাম দেওয়া হয়েছে EZY TAP ৷

advertisement

অনলাইনে এলপিজি গ্যাস বুকিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ৷ গ্যাস ডেলিভারির সময় ওই OTP নাম্বারটির মাধ্যমেই পেমেন্ট সম্পূর্ণ হবে ৷ POS মেশিনে ওই OTP টি দিলেই গ্রাহকের তথ্য ও পেমেন্ট উইন্ডো খুলে যাবে তখনই গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করলেই ক্যাশলেস পেমেন্ট কমপ্লিট ৷

advertisement

তবে এর জন্য গ্যাসের মোট দামের অতিরিক্তি ৫.২২ টাকা চোকাতে হচ্ছে গ্রাহককে ৷ ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অঞ্চলে এবং উত্তর ২৪ পরগণায় শুরু হয়ে গিয়েছে গ্যাস কেনায় ডিজিট্যাল লেনদেন ৷

নোট বাতিলের একমাস পরেও মেটেনি নগদ সঙ্কট ৷ তাই সেই অবস্থা সামাল দিতে ক্যাশলেস লেনদেন জোর দিচ্ছে সরকার ৷ ৮ ডিসেম্বর নোট বাতিলের একমাস পূর্তিতে ডিজিট্যাল লেনদেনে উৎসাহ দিতে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ক্যাশলেস লেনদেনকে বেশিরভাগ মানুষের মধ্যে পৌঁছে দিতে, বলা যায় উৎসাহী করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিতে চলল কেন্দ্রীয় সরকার ৷ ব্যক্তিগত ও ছোট দোকানের লেনদেন ক্যাশলেস, কার্ড মারফত হলে প্রত্যেক মাসে সরকার উক্ত ব্যক্তি ও দোকানের মালিকের অ্যাকাউন্টে পুরস্কার হিসেবে কিছু পরিমাণ অর্থ দেওয়া হবে ৷ ছোট দোকানকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহী করার জন্যই এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ কিছুদিনের মধ্যে এই ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শুধু বুকিং নয় পেমেন্টও এবার অনলাইন, নগদ টাকা ছাড়াই মেটান গ্যাসের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল