গতকালই আসানসোল থেকে পবন সিংকে প্রার্থী করে নাম ঘোষণা করে বিজেপি। এরপরই পবন সিং নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না, তার জ্বলন্ত উদাহরণ এটাই।’
advertisement
আরও পড়ুন: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন
যদিও এদিন প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে পবন সিং লেখেন, ”ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টি আমাকে বিশ্বাস করে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণ বশত আমি আসানসোল থেকে লড়াই করতে পারব না।”
আরও পড়ুন: ‘পুরনো চালেই’ আস্থা, হুগলি-বিষ্ণুপুরে লকেট-সৌমিত্রকেই ‘কঠিন’ বাজি জিততে পাঠাল বিজেপি
পবন সিংয়ের এই বার্তা প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন সিংয়ের ট্যুইট রিট্যুইট করেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির একাধিক নেতাও পবন সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগড়ে দেন। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভিডিও পোস্ট করে পবন সিংয়ের। আজ তাঁর সরে দাঁড়ানোর পোস্ট রিট্যুইট করেন অভিষেক। বাংলার মানুষের অদম্য লড়াই ও ক্ষমতায় সরলেন পবন সিং বলে উল্লেখ অভিষেকের। হ্যাশট্যাগ দিয়ে জুড়লেন জনগর্জন। যদিও পদ্ম শিবির সূত্রের খবর, কেন প্রার্থী হতে চাইছেন না, তা নিয়ে আজই পবন সিংয়ের সঙ্গে কথা বলবে বিজেপি নেতৃত্ব।