আরও পড়ুন: ৬ মাসের শিশুকন্যাকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে এল মা !
এটা বেহালার ছবি। বেহাল বেহালার ছবি। এই এলাকাও তো কলকাতা পুরসভার অধীনে। সখেরবাজার, চৌরাস্তা থেকে শুরু করে বড়িশা, শীলপাড়া। অলিগলির হাল আরও খারাপ। বৃষ্টি নামলে তো কথাই নেই। জমা জলে রাস্তাগুলি হয়ে ওঠে মরণফাঁদ। ঝুঁকি নিয়েই এই রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করছেন বাসিন্দারা। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। খারাপ রাস্তার জন্য পড়ে গিয়ে চোটও পেয়েছেন কয়েকজন।
advertisement
আরও পড়ুন: বাংলা থেকে কাশ্মীর এবার আরও কাছে, শিয়ালদহ থেকে ছাড়ছে নতুন ট্রেন
বেহাল রাস্তায় গাড়ি চালানো বেশ ঝুঁকির। ক্ষতি হচ্ছে গাড়ির। তাই খুব প্রয়োজন না হলে কেউ গাড়ি নিয়ে বেরোতে চান না।
এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কেউ কেউ। রাতে বেহালার এই অংশে অটো, ট্যাক্সিতে চাপলেই গুনতে হচ্ছে বেশি টাকা। অনেক সময় রাস্তায় অটো দাঁড়াতেও চায় না বলে অভিযোগ যাত্রীদের।
আরও পড়ুন: ধূপগুড়িতে পুঁতির কাজের নামে প্রতারণা, ৬০০ মহিলার ৫২ লক্ষ টাকা গায়েব
গোদের উপর বিষ ফোঁড়ার মতো এই চত্বরে চলছে মেট্রোর কাজ। সব মিলিয়ে বেহালার এই অংশের হাল শোচনীয়।
মন্ত্রীর আশ্বাসটুকুই ভরসা বাসিন্দাদের। তবে এখনই হাল বদলের সম্ভাবনা কম, সেটাও স্পষ্ট।
