জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সন্ধ্যা ছ’টা ৪৬ মিনিট থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের) মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়েছে।
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় একইরকমভাবে নেতাজি ভবন স্টেশনে এক যাত্রী চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেইদিনও ব্যাহত হয়েছিল পরিষেবা, ভুগতে হয়েছিল সাধারণ মানুষদের। রবিবারেও রেক সমস্যার জন্য ব্লু লাইনে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। নেতাজি এবং টালিগঞ্জ স্টেশনের মাঝে থমকে যায় পরিষেবা। লাইনে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটে ওই বিভ্রাট। একইসঙ্গে মেট্রো অ্যাপও সঠিকভাবে কাজ না করায় অনলাইনে টিকিট কাটতে নাজেহাল হয়ে পড়েছেন যাত্রীরা। কলকাতা মেট্রোর ব্লু লাইনে অতীতে একাধিক বার আত্মহত্যার ঘটনা ঘটেছে। কেন বার বার এই লাইনেই আত্মহত্যার চেষ্টার মতো ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
