রবিবার কেমন আছেন নির্যাতিতার মা? হাসপাতাল সুত্রেই এল খবর। জানা গিয়েছে, অভয়ার মায়ের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। রাতে কোনও সমস্যা হয়নি, মাথাব্যথা বা ঝিমুনির লক্ষণও নেই। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। নার্সদের তত্ত্বাবধানে তিনি জরুরি বিভাগে হাঁটাচলা করেছেন।
জবা ফুল ফুটবে টবেও! মানুন এই ৯টি নিয়ম, প্রতি দিন পুজোর ফুলে উপচে পড়বে গাছ!
advertisement
শুনশান রাত, প্রস্রাব করতে বেরোলেন নিরাপত্তারক্ষী, তার পরেই বিকট চিৎকার! CCTV-তে যা দেখা গেল… বীভৎস!
জরুরি বিভাগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা আজও পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে জানিয়েছেন— নতুন করে কোনও সমস্যা নেই। তাকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি রোগীর মতোই, এই রোগীর ক্ষেত্রেও সমস্ত চিকিৎসা প্রোটোকল, গাইডলাইন ও নিরাপত্তা মেনে পরিষেবা দেওয়া হয়েছে।
মেয়েরা কখন পায়ের উপর পা তুলে বসেন? এত দিন ভাবতেন ‘ক্রস লেগড’-এর আসল কারণ আলাদা? তা নয়…সঠিক জানুন
রবিবার নির্যাতিতার বাবা জানান, শনিবার থেকে রবিবার পর্যন্ত স্ত্রীকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। তবে ভর্তি না নিলেও চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি জানান, দুপুরেই স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাবেন।
শনিবার, আরজি কর কাণ্ডের এক বছরের মাথায় মেয়ের ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে পথে নামেন নিহত চিকিৎসকের মা-বাবা। নবান্ন অভিযানে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনায় নির্যাতিতার মায়ের কপাল ও পিঠে আঘাত লেগেছে বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ ওই মহিলাকে মারধর করেছে এবং নির্যাতিতার বাবাকেও ধাক্কা দিয়েছে।