শীর্ষ আদালত থেকে জামিন পেলেন পার্থ। জামিন পেয়েছেন সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। ইডি নির্দেশের মতোই সিবিআই মামলাতেও একই শর্তে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার এই নির্দেশ দেয় বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ। তবে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেও আপাতত জেলমুক্তি হচ্ছে না পার্থর, কারণ তাঁর বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাগুলো রয়েছে।
advertisement
দীর্ঘদিন পার্থ জেলে রয়েছেন। কিন্তু মামলার নিষ্পত্তির কোনও অভিমুখ এখনও দেখা যাচ্ছে না। এর আগে ঠিক একই কারণে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নীচু তলার কর্মী, আধিকারিকরা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে, তাঁরা একে একে জামিন পেয়েছেন ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই পার্থ কেন জামিন পাবেন না, সেই বিষয়টি বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে তুলে ধরা হয়। তার পরেই শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে, তাঁকে নিয়মিত হাজিরা দিতে হবে, তিনি কোনওভাবেই এলাকা ছেড়ে যেতে পারবেন না।