এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। একই মামলায় অভিযুক্ত দু'জনকে ১৯ অগাস্ট শুক্রবার আদালতে পেশ করা হয় ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে। এ দিন ফের তাঁদের দু'জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আজ ফের এই বিপুল পরিমান সম্পত্তির হদিস মিলল। তবে এই বিপুল অঙ্কের টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কার মাধ্যমেই বা পাচার করা হচ্ছিল, তা এখনও জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: ভোলে বোম রাইস মিলে CBI অভিযান, অনুব্রতর মেয়ে-স্ত্রীর নামে একাধিক সম্পত্তির খোঁজ
প্রসঙ্গত, আদালতে ইডির আইনজীবী দাবি করেন, পার্থ তদন্তে সহযোগিতা করেননি। অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থের উৎস সম্পর্কেও মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর ফোন থেকে জীবন বিমা সংক্রান্ত তথ্য পাওয়ার কথা প্রাক্তন মন্ত্রীকে জানান ইডি-র আধিকারিকরা। পার্থকে জিজ্ঞাসাবাদ করার পর, তাঁর বয়ানের কাগজ সই করাতে গেলে পার্থ নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও দাবি ইডির আইনজীবীর।
ইডি সূত্রে দাবি, প্রাক্তন মন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করার পর দেখা গিয়েছে, অর্পিতার নামে ৩১টি জীবন বিমা করা আছে, যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়। শুধু তা-ই নয় পার্থর হোয়াটসঅ্যাপ মেসেজ ঘেটে দেখা গিয়েছে, অর্পিতার বিমা সংক্রান্ত মেসেজ রয়েছে প্রাক্তন মন্ত্রীর ফোনে। এমনকী, বিমার কাগজপত্রে যোগাযোগের নম্বর হিসাবে পার্থর ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া ছিল বলে দাবি করেন ইডির আইনজীবী। এরপর আজ ফের এই বিপুল পরিমান সম্পত্তির হদিস মিলল।