হার্টবিট অনিয়মিত হয়েছে কিনা তা দেখতে হল্টার মনিটর করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের৷ অক্সিজেন সাপোর্ট থেকে বার করা হলেও, বর্তমানে ন্যাজাল ক্যানুলার মাধ্যম স্বল্প মাত্রায় পার্থ চট্টোপাধ্যায়কে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রেসিডেন্সি জেল থেকে গত ২০ জানুয়ারি পার্থকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল।
আরও পড়ুন : মহিলা ভোটব্যাঙ্ক অটুট রাখতে ‘আলাপচারিতা’ কর্মসূচিতে গুরুত্ব তৃণমূল কংগ্রেসের
advertisement
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ গত আড়াই বছর ধরে জেলে। ২০২২-এর ২২ জুলাই তিনি গ্রেফতার হন কেন্দ্রীয় সংস্থার হাতে। ইডি-র পাশাপাশি পরে সিবিআই-ও গ্রেফতার করে পার্থকে। জেলের ভিতর একাধিকবার তিনি অসুস্থ হয়ে পড়েন। গ্রেফতারির পর ভুবনেশ্বর এইমস-এ নিয়ে গিয়েও তাঁর স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। একাধিক বার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদনও করেছেন আদালতে। জেল হাসপাতাল থেকে পার্থকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। জেলবন্দি হওয়ার পর থেকেই পায়ের সমস্যাতেও ভুগছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ২০ জানুয়ারি, গত সোমবার হঠাৎ জেলে অসুস্থ বোধ করলে সেখানকার চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং এসএসকেএমে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।