সূত্রের খবর, এবার প্রাথমিক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে তৎপর সিবিআই। শুধু পার্থ চট্টোপাধ্যায় নন এই মামলায় অয়ন শীলকেও হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই আপাতত মুক্তি নয়, বরং বড় প্যাঁচে পড়ার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের।
advertisement
সোমবার নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে ইতিমধ্যেই সিবিআই-এর তরফে এই আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুজনকেই আদালতে হাজির করানোর সম্ভাবনা আছে। সূত্রের খবর আজই ‘শোন অ্যারেস্ট’ করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে।
advertisement
সূত্রের খবর, নগর ও দায়রা আদালতে আজ, মঙ্গলবার পার্থ ও অয়নকে তোলা হবে। শুনানির পর তাঁদের হেফাজতে পেতে পারে সিবিআই। সকাল সাড়ে দশটা নাগাদ কোর্টে নিয়ে আসা হবে দুজনকে। ১২ টায় শুনানি শুরু হবে বলেই সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2024 9:12 AM IST