TRENDING:

'King Maker' পার্থ চট্টোপাধ্যায়..., শিক্ষক দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর সওয়াল সিবিআইয়ের

Last Updated:

Partha Chatterjee: শিক্ষক দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে চাঞ্চল্যকর সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শিক্ষক দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে চাঞ্চল্যকর সওয়াল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। তাঁর স্পষ্ট দাবি “শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে কোনও যোগই নেই পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআই এই দুর্নীতি সম্পর্কে যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি।”
পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
advertisement

এসএসসি শিক্ষক দুর্নীতি মামলায় প্রত্যেককে জামিন দেওয়া হোক বলে দাবি করলেন আবেদনকারী আইনজীবী। আগামী ১৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিন মামলায় পাল্টা সওয়াল করার কথা সিবিআই-এর।

আরও পড়ুন: ভারতীয়দের কোন দেশে যেতে ১ টাকাও খরচ হবে না ভিসার জন্য…? চমকে দেবে নাম!

এদিন শুনানিতে সিবিআই অত্যন্ত সংক্ষিপ্ত সওয়াল করেছে। পার্থ চট্টোপাধ্যায়কে ‘কিং মেকার পার্থ চট্টোপাধ্যায়’ আখ্যা দিয়ে আদালতে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী। প্রতিবারের মতো আজও মাত্র দুলাইন সওয়ালে বলেছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় সিবিআই বিস্তারিত সওয়াল করবে আগামী ১৭ ডিসেম্বর।

advertisement

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পর গত সপ্তাহে বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ভৎর্সনা করেন বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে? তা নির্ধারণ করার এক্তিয়ার আপনাকে কে দিল? এই মর্মে পার্থর আইনজীবীকে ভর্ৎসনা বিচারকের।

আরও পড়ুন: ৫ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা…! শৈত্যপ্রবাহ কাঁপাবে ৬ রাজ্য! আগামী ৪৮ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

বৃহস্পতিবার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে বিচারকের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, যেহেতু সিবিআইয়ের মামলাটি ইডি’র আর্জি মোতাবেক এখনও অন্য আদালত বা এজলাসে স্থানান্তরিত হয়নি, তাই ওই এক এজলাসেই পার্থ চট্টোপাধ্যায়ের ওই মামলাটিও যেন শোনা হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে কলকাতার বিচার ভবনের বিচারক বলেন,”আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন? আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন ৷ কোন আদালতে মামলা থাকবে, সেটা আপনি ঠিক করবেন না ৷” গত বুধবার সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষারমন্ত্রীর জামিনের মামলার শুনানিতেও দুই বিচারপতির বেঞ্চ পার্থকে ভর্ৎসনা করে ৷ তাঁকে ‘আপাত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি’ বলে উল্লেখ করেন বিচারক ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'King Maker' পার্থ চট্টোপাধ্যায়..., শিক্ষক দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর সওয়াল সিবিআইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল