পুরুলিয়ার টেট পরীক্ষার্থী অপর্ণা মাহাতোর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজীব শর্মা সোমবার স্কুল সার্ভিস কমিশনকে ১৫ দিনের মধ্যে খাতা পুনর্মূল্যায়ন ও খাতা দেখানোর নির্দেশ দিয়েছে ৷ তবে এই নির্দেশ শুধু মাত্র মামলাকারী অপর্ণা মাহাতোর ক্ষেত্রেই প্রযোজ্য ৷ অর্থাৎ কমিশনকে আগামী ১৫ দিনের মধ্যে পুরুলিয়ার এই টেট পরীক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করতে হবে ও খাতাটি পরীক্ষার্থীকে দেখাতে হবে ৷
advertisement
বহু আইনি বাধা পেরিয়ে গত বছর ১৪ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিক টেটের ফল ঘোষণা করে স্কুল সার্ভিস কমিশন ৷ কিন্তু তার পরেও একের পর আইনি মামলায় জড়িয়ে পড়লেও থেমে থাকেনি নিয়োগ ৷ কোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের ঘোষণা মতো, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে কমিশন ৷
গত ২৩ সেপ্টেম্বর রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট অর্থাৎ http://www.westbengalssc.com -এ সাইটে প্রকাশিত হয় ৷ বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ তারিখ থেকে অনলাইনে উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণদের আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত ৷