TRENDING:

Partha Chatterjee News: 'সাড়ে তিন বছর তো বিশ্রামেই ছিলাম, এবার আমি ছুটব!' বাড়ি ফিরেই চনমনে পার্থ

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বড় জয় পেয়েছিলেন৷ এখনও বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাড়ে তিন বছর পর জেল থেকে ছাড়া পেয়ে গতকালই বাড়ি ফিরেছেন৷ হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেটে চিকিৎসকরা আপাতত কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শও দিয়েছেন৷ যদিও সেই পরামর্শ মানতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়৷
বাড়ি ফিরে পোষ্যের সঙ্গে পার্থ৷
বাড়ি ফিরে পোষ্যের সঙ্গে পার্থ৷
advertisement

মঙ্গলবার নাকতলার বাড়িতে ফেরার পর ঘনিষ্ঠ মহলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সাড়ে তিন বছর পর তো বিশ্রামেই ছিলাম৷ এবার আমি ছুটব৷

সোমবার বাড়ি ফেরার পর খোশমেজাজেই ছিলেন পার্থ৷ প্রিয় পোষ্যদের সঙ্গেও সময় কাটান তিনি৷ প্রিয় পোষ্য সারমেয় চকোকে আদর করতে করতে বলেন, আমি কোথাও যাচ্ছি না আর, এখানেই আছি৷

advertisement

ঘনিষ্ঠ মহলে পার্থ আরও বলেন, আইনের জয় হয়েছে,একদিন সত্যের জয় হবে৷ আইনের প্রতি আস্থা ছিল আমার,সেই আস্থা অটুট আছে,এবার বিচার হলে সত্যের জয় হবে৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বড় জয় পেয়েছিলেন৷ এখনও বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক তিনি৷ নিজের কেন্দ্রের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পার্থ বলেন, ‘আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ, যারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেন নি, আমি তাদের কাছেই বিচার চাইব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খরচ ২১৪ কোটি, একদিনে ৩৪৫ কিলোমিটার রাস্তার শিলান্যাস! বর্ষায় ভোগান্তির দিন শেষ
আরও দেখুন

পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফেরার পর অবশ্য তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেস এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি৷ পার্থ মুক্তি পাওয়ার পর তাঁকে নিয়ে শাসক দলের অবস্থান কী হয়, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ প্রকাশ্যে পার্থ চট্টোপাধ্যায়ও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee News: 'সাড়ে তিন বছর তো বিশ্রামেই ছিলাম, এবার আমি ছুটব!' বাড়ি ফিরেই চনমনে পার্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল