TRENDING:

Partha Chatterjee News: 'সবাই SSKM যাচ্ছেন, আপনি যাবেন না?' প্রশ্ন শুনেই চমকে ওঠা উত্তর পার্থর! কাকে নিশানা?

Last Updated:

Partha Chatterjee News: এ বিষয়েই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো চমকে ওঠা প্রতিক্রিয়া দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেষ্ট, বালু, পার্থ, মানিকের নাম। একদা ঘনিষ্ঠ এই চারজনের জেলবন্দি দশায় এখনও তেতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা। বেশ কিছুদিন পর এবার ‘বদলা’র কথা তৃণমূল সুপ্রিমোর মুখে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের সুদিন ফেরার কোনও ইঙ্গিত নেই। বরং নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এদিন ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে যাননি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সিঁড়ি চড়তে অসুবিধা হয়। আর এ বিষয়েই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি রীতিমতো চমকে ওঠা প্রতিক্রিয়া দেন।
মুক্তি চান প্রাক্তন মন্ত্রী
মুক্তি চান প্রাক্তন মন্ত্রী
advertisement

প্রশ্ন – অসুস্থতার বিষয়ে হাসপাতালে যেতে চান না কেন? যেখানে সবাই Sskm-এ ভর্তি?

পার্থ চট্টোপাধ্যায় – আমি দ্রুত বিচার চাইছি।

প্রশ্ন – প্রভাবশালী তকমা এড়াতে কি হাসপাতালে যেতে চান না?

পার্থ – আমি প্রভাবশালী ছিলাম না। আজও নেই।

এদিকে, পার্থর আইনজীবী বিচারককে জানান, পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকে লক আপে আনা হয়েছে। কিন্তু ওঁর পা ফোলা আছে। ওঁর পক্ষে সিঁড়ি চড়া সম্ভব না। ওঁর পায়ে সমস্যা রয়েছে। জামিনের আবেদন করছি না। এরপরই বিচারক পার্থ আইনজীবীকে বলেন, কোর্ট লকআপে ভিডিও কলের ব্যবস্থা করুন। কিন্তু কোর্ট ইন্সপেক্টর জানান, লকআপের ভিতর নেট নেই।

advertisement

আরও পড়ুন: কী চরম দুর্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে! যা বললেন আইনজীবী, মাথায় হাত অনুগামীদের

এরপরই বিচারক নির্দেশ দেন, বিল্ডিংয়ের বাইরে থেকে কানেক্ট করুন। আমি দেখব। হোয়াটসঅ্যাপ কল বা জুম কলে আমি শুনব ওঁর যদি কিছু বলার থাকে। যদিও এরপর পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

advertisement

আরও পড়ুন: সৌরভকে নিয়ে বড় পরিকল্পনা মমতার, স্পষ্ট করে দিলেন প্ল্যান! দিলেন নির্দেশও

এরপরই বিচারক নির্দেশ দেন, বিল্ডিংয়ের বাইরে থেকে কানেক্ট করুন। আমি দেখব। হোয়াটসঅ্যাপ কল বা জুম কলে আমি শুনব ওঁর যদি কিছু বলার থাকে। যদিও এরপর পার্থ চট্টোপাধ্যায়কে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

অসুস্থ জানিয়ে জেলে সব সময়ের জন্য একটি সহায়ক চেয়েছিলেন পার্থ। সেই আবেদন খারিজ হয়েছিল বিশেষ সিবিআই আদালতে। প্রেসিডেন্সি সংশোধনাগারের কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। সূত্রের খবর, পার্থর শারীরিক অবস্থা খতিয়ে দেখে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, সর্বক্ষণ সহায়কের প্রয়োজন নেই। এখন প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee News: 'সবাই SSKM যাচ্ছেন, আপনি যাবেন না?' প্রশ্ন শুনেই চমকে ওঠা উত্তর পার্থর! কাকে নিশানা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল