আপনাকে কে অধিকার দিয়েছে কোন বেঞ্চে মামলা হবে, ঠিক করে দেবেন? পার্থর আইনজীবীকে প্রশ্ন বিচারকের। কী কারণে কোর্টের সময় নষ্ট করছেন? ক্ষুব্ধ বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করেছিলেন। কোন আদালতে এই মামলার শুনানি হবে, আজই তা নির্ধারণ করবে আদালত।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুধের রং কালো! জানেন কোন প্রাণী? খুব চেনা কিন্তু, নাম শুনে চমকে উঠবেন
advertisement
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অর্পিতা মুখোপাধ্যায়ের৷ মাকে হারানোর পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অর্পিতা৷ জানা গিয়েছে, গত মঙ্গলবার ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতাকে৷
হাসপাতাল সূত্রে খবর, পেটের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্পিতা৷ তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল৷ কিছুদিন আগেই মৃত্যু হয় অর্পিতা মুখোপাধ্যায়ের মায়ের৷ প্রথমে প্যারোলে জেল থেকে ছাড়া পান তিনি৷ তার পরই অর্পিতাকে জামিন দেয় আদালত৷ মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সারতে বেলঘড়িয়ার বাড়িতে ফিরেছিলেন অর্পিতা৷ সূত্রের খবর, মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের পরই অসুস্থ হয়ে পড়েন অর্পিতা৷ চিকিৎসকের পরামর্শে এর পরই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি৷