TRENDING:

Partha Chatterjee Update: তৃণমূল থেকে বহিষ্কৃত, বিধানসভায় এলে কোথায় বসবেন? একাকী পার্থর সঙ্গী হতে পারেন নওশাদ

Last Updated:

শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধিবেশনে এলে কোথায় বসবেন, বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে রাজ্যের পরিষদীয় দফতরের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দল থেকে তিনি বহিষ্কৃত৷ কিন্তু এখনও তিনি বেহালা পশ্চিমের বিধায়ক৷ জেল থেকে মুক্তি পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এলে কোথায় বসবেন, তাই নিয়েই এখন সংশয়ে বিধানসভার সচিবালয়৷
বিধানসভায় পার্থর আসন নিয়ে জল্পনা৷
বিধানসভায় পার্থর আসন নিয়ে জল্পনা৷
advertisement

২০২২ সালে চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পরই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস৷ প্রায় সাড়ে তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে সোমবার জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তবে এখনও তিনি বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক রয়েছেন৷ ফলে চাইলেই বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ সামনেই বিধানসভার শীতকালীন অধিবেশনও রয়েছে৷

advertisement

এই পরিস্থিতিতে শীতকালীন অধিবেশনে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভার অধিবেশনে এলে কোথায় বসবেন, বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে রাজ্যের পরিষদীয় দফতরের কাছে তা জানতে চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷

এখনও পর্যন্ত যা খবর, পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় এলে শাসক এবং বিরোধী শিবিরের মাঝামাঝি কোথাও তাঁর বসার ব্যবস্থা হতে পারে৷ তৃণমূল এবং বিজেপি বিধায়করা বিধানসভার যে দুই দিকে বসেন, তার মাঝে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আসন বরাদ্দ করা হতে পারে৷ সেক্ষেত্রে তাঁর নিকটবর্তী বিধায়ক হতে পারেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি৷ কারণ তৃণমূল এবং বিজেপি বাদে একমাত্র নওশাদই এখনও পর্যন্ত বিধানসভায় তৃতীয় কোনও দলের প্রতিনিধিত্ব করছেন৷ কংগ্রেসের টিকিটে জয়ী হলেও বাইরন বিশ্বাস পরে তৃণমূলে যোগ দেন৷ ফলে তিনিও তৃণমূল বিধায়কদের সঙ্গেই বিধানসভায় বসেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শতাধিক বিদ্রোহের পুজো, রাস উৎসবে ৪০ হাজার মানুষের প্রসাদের আয়োজন
আরও দেখুন

তবে শেষ পর্যন্ত পার্থ বিধানসভায় গিয়ে তৃণমূলের বিড়ম্বনা বাডা়ন কি না, সেটাই এখন দেখার৷ কারণ ঘনিষ্ঠ মহলে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, ‘সাড়ে তিন বছর যেখানে নষ্ট হয়ে গেল, সেখানে সাড়ে তিন মাসের জন্য বিধানসভায় গিয়ে আর কী হবে?’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Update: তৃণমূল থেকে বহিষ্কৃত, বিধানসভায় এলে কোথায় বসবেন? একাকী পার্থর সঙ্গী হতে পারেন নওশাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল